close

লাইক দিন পয়েন্ট জিতুন!

সাহিত্যে দাউদ:‘ডেভিড দ্য ডন’ আসছে

Satyajit Das avatar   
Satyajit Das
"David the Don" is a bold new novel by Soma Ghosh Monika, inspired by the life of underworld kingpin Dawood Ibrahim. Blending fact with fiction, the book explores crime, power, and the shado..

সত্যজিৎ দাস:

২০২৬ সালের বাংলা একাডেমি কর্তৃক আয়োজিত বইমেলায় প্রকাশ পাচ্ছে সাহসী ও ব্যতিক্রমধর্মী উপন্যাস ‘ডেভিড দ্য ডন’। উপন্যাসটির লেখিকা সোমা ঘোষ মণিকা এক ঝুঁকিপূর্ণ ও বাস্তবনির্ভর চরিত্রকে কেন্দ্র করে সাজিয়েছেন গল্পের বুনন। যেখানে উঠে এসেছে উপমহাদেশের ইতিহাসের সবচেয়ে কুখ্যাত অপরাধজগতের একচ্ছত্র নিয়ন্তা দাউদ ইব্রাহিমের কাহিনি।

 

১৯৯৩ সালের মুম্বাই সিরিজ বোমা হামলার মাস্টারমাইন্ড,আন্ডারওয়ার্ল্ড সিন্ডিকেটের প্রধান এবং ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত এই ব্যক্তিকে কেন্দ্র করেই গড়ে উঠেছে উপন্যাসের প্লট। তবে এটি কোনো তথ্যচিত্র নয়,এ এক ধূসর বাস্তবতায় রচিত সাহিত্যিক উপস্থাপন।

 

ডেভিড দ্য ডন’ উপন্যাসে দাউদের শৈশব,দারিদ্র্য, অপরাধজগতে প্রবেশ,পুলিশ ও গোয়েন্দা সংস্থার চোখে ধুলা দিয়ে বেঁচে থাকা,বলিউডে প্রভাব বিস্তার এবং করাচিতে গা ঢাকা দিয়ে থাকা পর্যন্ত পুরো জীবনযাত্রাকে চিত্রিত করা হয়েছে সাহসী ভাষায়।

 

লেখিকা সোমা ঘোষ মণিকা বলেন,“আমি কেবল একজন ডনের গল্প বলিনি,বরং দেখাতে চেয়েছি কীভাবে সমাজ,রাষ্ট্র,রাজনীতি ও অভাব এক দুর্দমনীয় অপরাধজীবনের জন্ম দেয়। এটা শুধু তার রক্তমাখা উত্থানের কাহিনি নয়,তার ভালোবাসা,বিশ্বাসঘাতকতা ও চূড়ান্ত নিঃসঙ্গতার এক নিখুঁত চিত্র।”

উপন্যাসটি প্রকাশ করছে অন্বয় প্রকাশ

“সাহিত্য যখন বাস্তবতা স্পর্শ করে,তখন তা শুধু পাঠ্য নয়,গবেষণার বিষয়ও হয়। দাউদের মতো এক জীবন্ত ইতিহাসকে সাহিত্যে তুলে আনার দুঃসাহসিক প্রচেষ্টা ‘ডেভিড দ্য ডন’।”

 

বইটি থ্রিলারপ্রেমী,সমাজবিশ্লেষক ও অপরাধমনস্তত্ত্বে আগ্রহীদের জন্য এক আকর্ষণীয় পাঠ্য হবে বলে মনে করছেন প্রকাশনা সংশ্লিষ্টরা।

No comments found


News Card Generator