close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সাহাবীগণ আমাদের অনুকরণীয় আদর্শ  —আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী..

Towhidul Islam avatar   
Towhidul Islam
সাহাবায়ে কেরামকে গালি দিলে, তাদের কটূক্তি করলে কখনও খাঁটি মুসলমান হতে পারবে না। আলেম সমাজের উচিত সাহাবীদের সমালোচনাকারীদের বিরুদ্ধে আলোচনা করা। নয়তো ইলম গোপন করার অপরাধে কিয়ামতের দিন অভিযুক্ত হতে হবে।..


সাহাবীগণ আমাদের অনুকরণীয় আদর্শ
 —আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী
হযরত রাসূল সা. এর হাতেগড়া সাহাবায়ে কেরাম আমাদের অনুকরণীয় আদর্শ। তাদের জীবনদর্শন আমাদের মুক্তির পথ। কারণ সরল ও সঠিক পথে চলতে পারলেই জান্নাতে যাওয়া যাবে। আর সঠিক পথের দিশা দিয়েছেন হযরত সাহাবায়ে কেরাম। তাই তাদের অনুসরণ করতে পারলে আমাদের জান্নাতের পথ সহজ হবে। অন্যদিকে সাহাবায়ে কেরামকে গালি দিলে, তাদের কটূক্তি করলে কখনও খাঁটি মুসলমান হতে পারবে না। আলেম সমাজের উচিত সাহাবীদের সমালোচনাকারীদের বিরুদ্ধে আলোচনা করা। নয়তো ইলম গোপন করার অপরাধে কিয়ামতের দিন অভিযুক্ত হতে হবে।

চট্টগ্রাম আল আমিন সংস্থার ৩দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের প্রথম দিবসে প্রধান অতিথির বক্তব্যে আমীরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী এসব কথা বলেন।

মাওলানা রিজওয়ান আরমানের সঞ্চালনায় তাফসীর মাহফিলে ধারাবাহিক সভাপতিত্ব করেন, মাওলানা শোয়াইব জমীরী, মুফতী হাবিবুর রহমান কাসেমী, মাওলানা মোহাম্মদ শফী ও মাওলানা ওসমান সিকদার।

বক্তারা পবিত্র কুরআনের বিভিন্ন আয়াতের তাফসীর করে তথ্যবহুল আলোচনা করে বলেন, আমাদের পরিচয় আমরা মুসলমান। পবিত্র কুরআন আমাদের জীবনবিধান। রাসূল সা. ও সাহাবীগণ আমাদের জীবনাদর্শ। তাই আমাদের উচিত সরল এ সঠিক পথে পরিচালিত করার জন্য আল্লাহ তায়ালার দরবারে দোয়া করা।

তাফসীর মাহফিলে আরও আলোচনা করেন, আল্লামা কুতুবউদ্দীন নানুপুরী, মুফতী মুস্তাকুন্নবী কাসেমী, মাওলানা রেজাউল করিম আবরার, মাওলানা শোয়াইব আলমপুরী, মাওলানা ইসমাঈল খান, মাওলানা আনোয়ার শাহ আজহারী, মুফতী রাশেদ, মুফতী রাফি বিন মুনির, মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানী, মাওলানা মোহাম্মদ, মাওলানা এরশাদুল্লাহ প্রমুখ

لم يتم العثور على تعليقات


News Card Generator