close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সাভারে গাঁজা ও হিরোইনসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার।..

Nazmul hauqe Emu avatar   
Nazmul hauqe Emu
****

১৪ জুন ২০২৫ ইং ঢাকার উপকণ্ঠ সাভারের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও হিরোইনসহ দুইজন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহষ্পতিবার সকাল থেকে পৃথক সময়ে চালানো এই অভিযানে বড়দেশী গ্রামের দুই বাসিন্দাকে আটক করা হয়।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আমিনবাজারের বড়দেশী গ্রামে অভিযান চালিয়ে প্রথমে পাঁচ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ রেহেনা বেগম (৪৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি মৃত আব্দুল গফুর মোল্লার মেয়ে এবং দীর্ঘদিন ধরে বৈশারটেক এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানায় পুলিশ।

 

পরবর্তীতে একই দিনে একই এলাকায় পৃথক আরেকটি অভিযানে একশ’ পুড়িয়া (মোট ১০ গ্রাম) হিরোইনসহ কবির হোসেন (৩৮) নামের আরেকজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি বড়দেশী পশ্চিম পাড়ার মৃত মাহতাব উদ্দিনের ছেলে।

 

স্থানীয় পুলিশ জানায়, গ্রেফতারকৃত দুই আসামি দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

 

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি বলেন, “মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আমরা নিয়মিতভাবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করছি। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হচ্ছে।”

 

এমন অভিযানে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেছে এবং মাদক নির্মূলে পুলিশকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে।

没有找到评论