close

লাইক দিন পয়েন্ট জিতুন!

সাভারে দিনমজুর হত্যা মামলার প্রধান আসামি লাবন গ্রেপ্তার।..

Md dipo Khan avatar   
Md dipo Khan
সদরঘাট লঞ্চ র্টামিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার।

সাভারে দিনমজুর দুর্জয় শেখ (৪৮) হত্যাকাণ্ডের মূলহোতা প্রধান আসামি লাবনকে (৩০) গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার (৩০ মে) দুপুরে র‍্যাব-৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

 

এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে র‌্যাব-৪ এবং র‌্যাব-১০ এর একটি যৌথ আভিযানিক দল সদরঘাট লঞ্চ র্টামিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

 

গ্রেপ্তারকৃত লাবন (৩০)‌ ঢাকা জেলার সাভার থানাধীন বক্তারপুর এলাকার মৃত লালমিয়ার ছেলে।

 

র‍্যাব জানায়, ভুক্তভোগী দুর্জয় শেখ (৪৮) পেশায় একজন দিনমজুর। গত ২৭ মে রাতে পুর্ব শত্রুতার জের ধরে ঢাকা জেলার সাভার থানাধীন বক্তারপুর কোর্টবাড়ী রোড সংলগ্ন মো. সুরুজ মিয়ার বাড়ীর পিছনের গলিতে আসামী লাবন এবং তার সহযোগীদের সাথে ভিকটিম দূর্জয় শেখের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে লাবন ও তার সহযোগীরা ছুরিকাঘাত করে দুর্জয় শেখকে হত্যা করে।

 

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

 

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করলে র‌্যাব-৪ এর আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে র‌্যাব-৪ এবং র‌্যাব-১০ এর একটি যৌথ আভিযানিক দল ঢাকা মহানগরীর কোতয়ালী থানাধীন সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে আসামি লাবনকে (৩০) গ্রেপ্তার করে।

 

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাবন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

没有找到评论