close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সাবেক সংরক্ষিত নারী এমপি লায়লা পারভীন সেঁজুতি গ্রেফতার

এস এম তাজুল হাসান সাদ avatar   
এস এম তাজুল হাসান সাদ
****

সাবেক সংরক্ষিত নারী এমপি লায়লা পারভীন সেঁজুতি গ্রেফতার

 

এস এম তাজুল হাসান সাদ, (সাতক্ষীরা)

 

সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৯ মে) দিবাগত রাত আড়াইটার দিকে সাতক্ষীরা শহরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, লায়লা পারভীন সেঁজুতির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারায় সাতক্ষীরা সদর থানায় ২৫ (১৮/০২/২৫) নম্বর একটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হচ্ছে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, মামলার তদন্ত চলমান রয়েছে এবং গ্রেফতারের পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator