ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব, সাবেক ছাত্রনেতা ও যুবনেতা রোকনুজ্জামান সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান, অটো চালক দল, ময়মনসিংহ জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ নবগঠিত কমিটির কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং গণমানুষের আন্দোলনে রাজপথে সক্রিয় অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন। জননেতা রোকনুজ্জামান সরকার কমিটির নেতাদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয়তাবাদী আন্দোলনের ধারাকে শক্তিশালী করতে প্রতিটি পেশাজীবী, শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। রিক্সা, ভ্যান, অটো চালকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি নেতৃবৃন্দকে সাংগঠনিকভাবে আরও সুসংগঠিত হওয়ার নির্দেশনা দেন এবং বলেন, “জনতার সাথে থাকলে কোনো দমন-পীড়নেই আন্দোলনকে থামানো যাবে না। আমাদের প্রতিটি স্তরের নেতাকর্মীকে সজাগ ও সংগঠিত থাকতে হবে।”
সাক্ষাৎ শেষে নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন এবং ভবিষ্যতে তার দিকনির্দেশনায় রাজপথে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান, অটো চালক দল বিএনপির সহযোগী সংগঠন হিসেবে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে দীর্ঘদিন যাবত কাজ করে আসছে।
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			