রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে গিয়ে নিখোঁজ বিজিবি সদস্যের লাশ উদ্ধার..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে গিয়ে বঙ্গোপসাগরে পড়ে নিখোঁজ হওয়া বিজিবি সদস্য বিল্লালের লাশ একদিন পর উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের মাধ্যমে সনাক্ত হওয়া মরদেহটি টেকনাফ জিরো পয়েন্টের পশ্চিম বিচের কাছ থেকে উদ্ধা..

টেকনাফ, কক্সবাজার: রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে গিয়ে বঙ্গোপসাগরে পড়ে নিখোঁজ বিজিবি সদস্য বিল্লাল (২৫)-এর লাশ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার রাতে শাহপরীর দ্বীপ বিওপিতে দায়িত্ব পালন করার সময় তিনি বঙ্গোপসাগরে পড়ে নিখোঁজ হন। দীর্ঘ একদিন পর, রোববার সকালে স্থানীয়রা টেকনাফ জিরো পয়েন্টের পশ্চিম বিচ সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ দেখতে পায়।

নিহত বিজিবি সদস্য বিল্লাল, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীনে কর্মরত ছিলেন। তিনি রোহিঙ্গা অনুপ্রবেশ প্রতিরোধে রাতের আঁধারে পেট্রোলিং করার সময় দুর্ঘটনাবশত সাগরে পড়ে যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, জোয়ারের পানিতে ভেসে তার মরদেহ তীরে পৌঁছায়, এরপর স্থানীয়রা খবর দিলে বিজিবির সদস্যরা এসে লাশটি উদ্ধার করে। পরে নিহত বিল্লালকে শনাক্ত করে তাদের বাহিনী মরদেহটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়।

এ বিষয়ে জানতে চাওয়া হলে, বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি রিসিভ করেননি। অপরদিকে, টেকনাফ মডেল থানার ওসি গিয়াসউদ্দিন জানায়, "মরদেহ এখনও তাদের থানায় পৌঁছায়নি এবং আমরা এটি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।"

এ ঘটনা স্থানীয়দের মধ্যে গভীর শোকের সঞ্চার করেছে। নিহত বিজিবি সদস্যের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন স্থানীয় নেতৃবৃন্দ এবং প্রশাসন।

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সরকারের কঠোর পদক্ষেপের অংশ হিসেবে বিজিবি সদস্যরা নিয়মিতভাবে সাগরপথে নজরদারি চালাচ্ছে, তবে এই দুর্ঘটনাটি আরও একবার রোহিঙ্গা সংকটের ভয়াবহতা এবং সীমান্ত রক্ষায় বিজিবির অঙ্গীকারকে সামনে আনে।

نظری یافت نشد


News Card Generator