close

লাইক দিন পয়েন্ট জিতুন!

রোগা শরীর নিয়ে কটাক্ষ করায় বন্ধুকে খুন

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ভারতের গুরগাঁওয়ে ২০ বছর বয়সী এক ছাত্রকে তার দুই বন্ধু নৃশংসভাবে খুন করে স্কুলের বাথরুমে ফেলে
রাখার ঘটনা ঘটেছে।..

এনডিটিভি জানায়, চিকন শরীর নিয়ে কটাক্ষ করায় কর্ণ নামের ওই তরুণ নৃশংস এই হত্যাকাণ্ডের শিকার হন । 

৪ আগস্ট একজন শিক্ষক স্কুলের ভেতরে রক্তের দাগ দেখে মরদেহের সন্ধান পান। পুলিশ জানায়,  চিকন শরীর নিয়ে নিয়মিত অপমান করায় আকাশ ও শিব কুমার নামের দুই অভিযুক্ত কর্ণের উপর ক্ষুব্ধ ছিলেন। 

২ থেকে ৩ জুলাইয়ের রাতে তারা স্কুলে ঢুকে প্রথমে পাথর দিয়ে কর্ণকে আঘাত করে, এরপর কাঁচি দিয়ে আক্রমণ করে। মরদেহ পচে যাওয়ায় প্রাথমিকভাবে শনাক্তে অসুবিধা  হয়েছে বলে পুলিশ জানিয়েছে। 

ঘটনাস্থল থেকে পাথর ও কাঁচি উদ্ধার হয়েছে। গ্রেপ্তার দুই অভিযুক্তকে আদালতের নির্দেশে রিমান্ডে নেওয়া হয়েছে।
সূত্র: এনডিটিভি

לא נמצאו הערות