close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

রংপুরে বিসিবির নিজস্ব সিলেকশন কমিটি থাকবে ,বিসিবি সভাপতি..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
রংপুরে গড়ে তোলা হচ্ছে বিসিবির নিজস্ব সিলেকশন কমিটি ও আন্তর্জাতিক মানের স্টেডিয়াম। বিভাগীয় পর্যায়ে ক্রিকেট সম্প্রসারণে বিসিবি সভাপতির চমকপ্রদ ঘোষণা জানালেন বিশেষ উৎসবে।..

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের বিভাগীয় শহরগুলোতে ক্রিকেটের পরিসর বাড়াতে এবার বড় পদক্ষেপ নিতে যাচ্ছে। সেই লক্ষ্যেই রংপুরে গড়ে তোলা হচ্ছে বিসিবির নিজস্ব সিলেকশন কমিটি এবং পরিকল্পনা করা হচ্ছে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম তৈরির। এমনটাই ঘোষণা দিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

শনিবার সকালে রংপুর ক্রিকেট গার্ডেন মাঠে বাংলাদেশের টেস্ট মর্যাদা অর্জনের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত দিনব্যাপী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিসিবি সভাপতি জানান, “রংপুরে একটি বিসিবি অফিস থাকবে। এখানে আমাদের নিজস্ব সিলেকশন কমিটি গঠন করা হবে, যারা স্থানীয় পর্যায়ে বিভিন্ন বয়সভিত্তিক দলের প্রতিভাবান ক্রিকেটার বেছে নেবেন। এই অঞ্চল থেকে আমরা ভবিষ্যতের জাতীয় দলের খেলোয়াড় তৈরি করতে চাই।”

তিনি আরও বলেন, “রংপুরের ছেলে-মেয়েরা দেশের অন্যান্য অঞ্চলের সাথে প্রতিযোগিতা করে সাফল্য অর্জন করবে। আমরা এমন একটি ক্রিকেট পরিবেশ তৈরি করতে চাই, যাতে রংপুরের ম্যাচ দেখতে রাজশাহী থেকেও মানুষ বাস ভরে চলে আসে। ক্রিকেট যেন হয়ে ওঠে উত্তরের প্রাণ।”

বিসিবি সভাপতি এ সময় ঘোষণা দেন যে, রংপুরে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরির পরিকল্পনা প্রক্রিয়াধীন রয়েছে। এ স্টেডিয়ামটি হবে বয়সভিত্তিক লিগ, প্রিমিয়ার লিগসহ জাতীয় ও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের উপযোগী। পাশাপাশি থাকবে আধুনিক প্রশিক্ষণ সুবিধা ও প্র্যাকটিস পিচ।

“রংপুরের ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে। ইতোমধ্যে বিভাগীয় নগরীতে সফরের মাধ্যমে খেলার মাঠ, স্টেডিয়াম এবং দর্শক বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছি। ক্রিকেটার তৈরির জন্য আমরা অঞ্চলভিত্তিক হান্ট প্রোগ্রাম চালু করব,”—বলেন তিনি।

উৎসবের উদ্বোধন করেন বিসিবি সভাপতি নিজেই বেলুন উড়িয়ে। পরে অনূর্ধ্ব-১২ সিক্স-এ-সাইড ম্যাচের টস করেন তিনি। পুরো দিনজুড়ে চলে একের পর এক আকর্ষণীয় ক্রিকেট কার্যক্রম।

তালিকায় ছিল

  • পেস চ্যালেঞ্জ (বোলারদের গতি পরীক্ষা)

  • ক্রিকেট মেন্টরিং ও অভিভাবকদের জন্য বেসিক কোচিং

  • কমেন্ট্রি স্কিল শেখার ক্লাস

  • 'হিট দ্য স্টাম্প' প্রতিযোগিতা

  • ছবি আঁকার প্রতিযোগিতা ও উইশ ফর বাংলাদেশ টিম ক্যাম্পেইন

এই উৎসবটি শুধুমাত্র খেলোয়াড়দের জন্য নয়, ছিল ক্রীড়াপ্রেমী অভিভাবকদের অংশগ্রহণের দারুণ সুযোগও। সকলে মিলে যেন এক বিশাল ক্রিকেট পরিবারে পরিণত হয় এই দিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম, বিসিবি সভাপতির উপদেষ্টা আবিদ হাসান সামি, নারী ক্রিকেট অধিনায়ক নিগার সুলতানা, সাবেক তারকা ক্রিকেটার নাসির হোসেন, জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা, জেলা ক্রীড়া সংস্থার ছাত্র প্রতিনিধি ফারহান তানভীর প্রমুখ।

এ সময় আমিনুল ইসলাম বুলবুল খুদে খেলোয়াড়দের উদ্বুদ্ধ করেন এবং অভিভাবক ও ক্রীড়ামোদীদের সঙ্গে মতবিনিময় করেন। তার ভাষায়, “আমরা যে পরিকল্পনা হাতে নিয়েছি, তা শুধু রংপুর নয়, বাংলাদেশের ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাবে।”

বাংলাদেশ ক্রিকেটের নতুন ইতিহাস গড়তে রংপুরের মাটিতে বিসিবির এই পদক্ষেপ নিঃসন্দেহে এক সাহসী উদ্যোগ। স্থানীয় ক্রিকেটারদের জন্য এটি হবে একটি স্বপ্নপূরণের প্ল্যাটফর্ম। আর দেশের উত্তরাঞ্চলে ক্রিকেটের জোয়ার আনতে এই আয়োজন নিঃসন্দেহে যুগান্তকারী।

Hiçbir yorum bulunamadı