বয়স মাত্র ১৭। রিভার প্লেটের এক দারুণ প্রতিভাবান খেলোয়াড়কে দলে ভেড়াতে চায় ইউরোপের ক্লাবগুলো। পিএসজি এগিয়ে ছিলো, তবে অন্য সব ক্লাবকে পেছনে ফেলে শেষ পর্যন্ত ১৭ বছর বয়সী সেই আর্জেন্টাইনকে কিনে নিয়েছে রিয়াল মাদ্রিদ। খেলোয়াড়ের নাম : ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো!
১৬ বছর বয়সেই রিভার প্লেটের হয়ে অভিষেক। দারুণ খেলা উপহার দিয়ে আসছেন তিনি প্রতিনিয়ত। আজ রিয়াল মাদ্রিদ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন পরবর্তী মৌসুৃম থেকেই এই বালক'কে দেখা যাবে রিয়াল মাদ্রিদ শিবিরে। মাস্তানতুয়োনোর আগে রিয়াল মাদ্রিদে নাম লেখানো সর্বশেষ আর্জেন্টাইন ছিলেন আনহেল দি মারিয়া (২০১০ সালে)।
ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে থিয়াগো আলমাদার বদলি হিসেবে মাঠে নামেন এই মাস্তানতুয়োনো। বাকি সময়টুকুর মধ্যে তিনি বল স্পর্শ করেন ৮বার, ৩টি পাস দিয়েছেন, তিনটি-ই ছিল সফল। অনেকের মতে, ছেলেটার বাঁ পা খুব ভালো কিন্তু গতি কম। বিশুদ্ধ উইঙ্গার নন, বরং একজন ‘নম্বর ১০’। অ্যাটাকিং মিডফিল্ডে খেলতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। মাঝমাঠ থেকে খেলা ভালো মতো গড়ে তোলেন। বলের ওপর তার নিয়ন্ত্রণ, ছোট জায়গায় ঘুরে যাওয়া আর দূর থেকে শুটিং দক্ষতা তাকে অন্যদের চেয়ে আলাদা করে দেয়।
রিয়াল মাদ্রিদ অবশ্য তার চুক্তির টাকার অংক জানায়নি। তবে রিভার প্লেট ইতিমধ্যে জানিয়ে দিয়েছে। তাদের এক বিবৃতি অনুযায়ী জানা যায়, এই চুক্তিটা হয়েছে ৬ কোটি ৩২ লাখ ইউরোর। এই টাকার মধ্যে ৪ কোটি ৫০ লাখ ইউরো সরাসরি রিভার প্লেটের পকেটে যাচ্ছে, যেটা আসলে মাস্তানতুয়োনোর রিলিজ ক্লজই ছিল। বাকি টাকা গুলো বিভিন্ন ধরনের কর, ফুটবলার অ্যাসোসিয়েশন, এএফএ ফান্ড এবং অন্যান্য ফি হিসেবে খরচ হচ্ছে।
স্প্যানিশ সংবাদমাধ্যমের মতে, প্রতি বছর তার বেতন হবে প্রায় ৩৫ লাখ ইউরো। সেইসাথে তাকে দল ধরে রাখতে মাদ্রিদ রিলিজ ক্লজ নির্ধারণ করেছে ১০০ কোটি ইউরো। চুক্তি অনুযায়ী, ২০৩১ সাল তথা ৬ বছরের জন্য মাদ্রিদের হয়ে দেখা যাবে মাস্তানতুয়োনোকে। মাস্তানতুয়োনো আগামী আগস্টে ১৮ বছর বয়স হলে তারপর রিয়াল মাদ্রিদে যোগ দেবেন। তবে তার আগে ক্লাব বিশ্বকাপে রিভার প্লেটের জার্সিতেই তাকে দেখা যাবে। ডি মারিয়ার পর মাদ্রিদ জার্সিতে আরো একজন আর্জেন্টাইনকে মাঠে দেখার অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব।