মঙ্গলবার (১৩ মে) মধ্যরাতে এ ঘটনা ঘটে। রাত অনুমান ২:৩০ ভিকটিমের স্বামী টের পেয়ে ভিকটিমকে নামিয়ে তার মা হাজেরা বেগম ছোট ভাই সাকিব ও চাচা রশিদুল ইসলাম এর সহযোগিতায় মাইক্রোবাসযোগে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও শহরস্থ যমুনা ডায়াগনস্টিক সেন্টারে নিলে কর্তব্যরত নার্স ইসিজি ও পরীক্ষা-নিরীক্ষা মৃত ঘোষণা করেন।
ভূল্লী থানার উপ-পরিদর্শক (এসআই) ফনি ভূষণ ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক লোকায়নকে বলেন, আমরা খবর পেয়ে সকালে দিকে ওই বাসায় যাই। সেখানে গিয়ে মরদেহ উদ্ধার হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ব্যাপারে ভূল্লী থানায় একটি ইউ ডি মামলা দায়ের করা হয়েছে।