ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের হামলাগুলো শুধু ইরান থেকেই নয়, বরং ইয়েমেন থেকেও এসেছে—যেখান থেকে ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এটি চলমান সংঘর্ষে হুথিদের দ্বিতীয় সক্রিয় অংশগ্রহণ।
এর আগে, গত মঙ্গলবার হুতিদের হামলার শিকার হয় ইসরায়েল। সেখানে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার কথা জানিয়েছিলো গোষ্ঠীটি। এর পাল্টা জবাবে ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত হোদেইদা বন্দরে বোমা হামলা চালায় তেল আবিব।



















