close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

রাস্তা পাকা করার দাবি আন্দিপুর গ্রামবাসীর | ঘাটাইল নিউজ

আশিকুর রহমান avatar   
আশিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক

রাস্তা পাকা করার দাবি আন্দিপুর গ্রামবাসীর

 

আন্দিপুর (ঘাটাইল), টাঙ্গাইল | নিজস্ব প্রতিবেদক

 

টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার আন্দিপুর গ্রামের প্রধান চলাচলের রাস্তাটি এখন গ্রামবাসীর অন্যতম দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে কাঁচা থাকা এই রাস্তা বর্ষা এলেই রূপ নেয় কর্দমাক্ত এক ভোগান্তির রূপে। সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে গিয়ে সৃষ্টি হয় কাদা ও ছোট ছোট গর্ত, যার ফলে দুর্ভোগে পড়েন গ্রামের হাজারো মানুষ।

 

এই সড়ক দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী ও কৃষকরা চলাচল করে থাকেন। কিন্তু রাস্তার করুণ অবস্থা তাদের জীবনযাত্রাকে করেছে কষ্টকর ও ঝুঁকিপূর্ণ। বিশেষ করে বর্ষা মৌসুমে এই দুর্ভোগ চরম আকার ধারণ করে। রোগী নিয়ে হাসপাতালে পৌঁছাতে দেরি হওয়া, শিশুদের স্কুলে যেতে সমস্যা হওয়া এবং কৃষকদের উৎপাদিত পণ্য বাজারে নিতে না পারার মত সমস্যাগুলো প্রতিনিয়ত পোহাতে হচ্ছে এখানকার বাসিন্দাদের।

 

আন্দিপুর গ্রামের স্থানীয় বাসিন্দারা জানায়, বারবার আবেদন জানালেও আজ পর্যন্ত রাস্তা পাকা করার কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি। জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেও কোনো স্থায়ী সমাধান হয়নি। ফলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে দিন দিন।

 

এলাকাবাসীর দাবি, দ্রুত এই রাস্তাটি পাকা করে দেওয়া হোক, যাতে তারা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। এই দাবিতে এলাকাবাসী প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছে।

 

—ঘাটাইল আপডেট নিউজ ডেস্ক

Keine Kommentare gefunden


News Card Generator