ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহের ভালুকা উপজেলার ১ নম্বর উথুরা ইউনিয়নে এক পথসভা, লিফলেট বিতরণ ও শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ জুলাই ২০২৫) বিকেলে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পথসভা শেষে নেতৃত্ব দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি, ভালুকা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক এবং ভালুকা উপজেলা বিএনপির সদস্য মুহাম্মদ রকিবুল হাসান খান রাসেল।
কর্মসূচিতে বক্তারা বলেন, ‘দেশের জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য তারেক রহমানের ঘোষিত ৩১ দফা একটি যুগান্তকারী রূপরেখা। এটি বাস্তবায়নের মধ্য দিয়েই দেশের রাজনৈতিক সংকটের সমাধান সম্ভব।’
লিফলেট বিতরণকালে স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। অনেকেই ৩১ দফা সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহ প্রকাশ করেন। মিছিলটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
উল্লেখ্য, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির আওতায় বিএনপি দেশজুড়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে।