close

লাইক দিন পয়েন্ট জিতুন!

রাণীশংকৈলে ট্রাক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

abul hasan avatar   
abul hasan
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গরু বোঝাই ট্রাকে চাপাই হৃদয় হোসেন (১৬) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। ..

 

 

 

 

 

মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাণীশংকৈল পৌর শহরের বন্দর বড় ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হৃদয় হোসেন রানীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের খঞ্জনা গ্রামের মোশারফ হোসেনের ছেলে ও রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হৃদয় হোসেন মঙ্গলবার সন্ধ্যার দিকে কোচিং সেন্টার থেকে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন সাড়ে ৭টার দিকে সে বন্দর বড় ব্রিজ এলাকায় পৌঁছালে হরিপুর যাদুরাণী থেকে চট্টগ্রামগামী একটি গরু বোঝাই ট্রাক- ঢাকা মেট্রো-ট ২৪-০৬২০ ট্রাকটি পিছন দিক দিয়ে ধাক্কা দিলে এতে সে ট্রাকের চাকার নিচে চাপা পড়ে ঘটনা স্থলেই মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরশেদুল হক বলেন এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। 

আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator