close

লাইক দিন পয়েন্ট জিতুন!

রাণীশংকৈলে বজ্রপাতে মৃত্যু হয়েছে   দুই সন্তানের জননী 

abul hasan avatar   
abul hasan
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে দুই সন্তানের জননী জেলেখা আক্তার (৩৩) মারা গেছেন।..

 


সোমবার(১৬ জুন) দুপুরে উপজেলার ধর্মগড় ইউনিয়নের লক্ষির হাট এলাকায় এ ঘটনা ঘটে। মৃত জেলেখা আক্তার লক্ষির হাট গ্রামের মনতাজুল মাস্টারের স্ত্রী।  


ধর্মগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম দুপুরে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে জেলেখা নামে এক গৃহবধূ'র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

পরিবার ও স্থানীয়দের মতে,ঘটনার দিন দুপুরে জেলেখা তার নিজ বাড়ি থেকে বাড়ির পশ্চিম পাশে খোলা মাঠে গরু আনতে যায়। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন, হালকা বৃষ্টির সাথে বাতাস ও বিদ্যুৎ চমকাতে শুরু করলে বজ্রপাতের শিকার হয়ে জেলেখা ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় মৃতের পরিবার ও এলাকায় চলছে শোকের ছায়া নেমে এসেছে

Keine Kommentare gefunden


News Card Generator