রাণীশংকৈল গন্ডাবাড়ি বাচোর গ্রামের উজ্জ্বল সড়ক দুর্ঘটনায় নিহত।..

হাসিনুজ্জামান মিন্টু,, avatar   
হাসিনুজ্জামান মিন্টু,,
রাণীশংকৈল গন্ডাবাড়ি বাচোর গ্রামের উজ্জ্বল সড়ক দুর্ঘটনায় নিহত।


ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল কাতিহার বাজার থেকে তিন জন মিলে মোটরসাইকেল করে আসার সময় বেগুনগাঁও নামক এলাকায় ইঞ্জিন চালিত ইট..


রাণীশংকৈল গন্ডাবাড়ি বাচোর গ্রামের উজ্জ্বল সড়ক দুর্ঘটনায় নিহত।

 
ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল  কাতিহার  বাজার থেকে তিন জন মিলে মোটরসাইকেল করে আসার সময় বেগুনগাঁও নামক এলাকায়  ইঞ্জিন চালিত ইট ভাঙ্গা গাড়িকে ওভারটেক করার সময় ধাক্কা লাগে পড়ে যায় মোটরসাইকেল চালক ও আরোহী সহ তিনজন পড়ে গেলে উজ্জ্বল অধিকারী  উপর দিয়ে  ইঞ্জিন চালিত ইট ভাঙ্গা গাড়ির পিছনের চাকা তার বুকের উপর দিয়ে চলে যায় এলাকার মানুষ তাৎক্ষণিক পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন। 
মৃত উজ্জ্বল অধিকারী রাণীশংকৈল উপজেলার গন্ডাবাড়ি বাচোর গ্রামের ভবেশ চন্দ্র ওরফে বুলু ঠাকুরের ছেলে।

Geen reacties gevonden


News Card Generator