মোঃ মেহেদী হাসান, দিনাজপুর।
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ হাটে ধান বিক্রি করতে এসেছেন স্থানীয় কৃষকরা। প্রতিমন ধান বিক্রি হচ্ছে ১১০০ থেকে ১২৫০ টাকা পর্যন্ত , তবে আবহাওয়ার কারণে আশানুরূপ দাম পাচ্ছেন না কৃষক!
কৃষকরা জানাচ্ছেন, সাম্প্রতিক ঝড়বৃষ্টি ও অনিয়মিত আবহাওয়ার প্রভাবে অনেক ধান পুরোপুরি শুকাতে পারেননি। ফলে কিছু ধান থেকে যাচ্ছে ভেজা বা আধা-পাকা। এতে ব্যবসায়ীরাও ঝুঁকি নিতে নারাজ।
হাটে উপস্থিত একাধিক ব্যবসায়ী জানিয়েছেন, কাঁচা বা ভেজা ধান কিনলে সংরক্ষণে সমস্যা হয়, কারণ বর্তমান আবহাওয়া খুবই হতাশ জনক।অতিরিক্ত ধান ক্রয় করলে পরে মোটা অঙ্কের লোকসানে পড়তে হতে পারে। এজন্য তারা দাম কমিয়ে নিচ্ছেন বা অনেক ক্ষেত্রেই ধান নিচ্ছেন না।
অন্যদিকে কৃষকরা আরো জানান,“ সম্প্রতি ঝড়বৃষ্টির কারণে মাঠ থেকে ফসল তুলতে গুনতে হচ্ছে পূর্বের তুলনায় অতিরিক্ত পারিশ্রমিক।”
এই পরিস্থিতিতে কৃষকেরা একদিকে আবহাওয়া আর অন্যদিকে বাজারদরের চাপে পড়েছেন। সংশ্লিষ্টদের দাবি, ধান শুকানোর পর্যাপ্ত সুযোগ ও ন্যায্য দাম নিশ্চিত করতে হলে প্রয়োজন কৃষি সহায়তা ও বাজার তদারকি জোরদার করা।