রাঙ্গুনিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাধারণ সদস্য সভা অনুষ্ঠিত হয়। শনিবার ২৪ই মে শ্রমিক কল্যাণ ফেডারেশনের হলরুমে এই সভা আয়োজন করেন। ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারিঃ মুহাম্মদ এরশাদ চৌধুরী এর সঞ্চালনায় প্রোগ্রামের সভাপতিত্ব করেন রাংগুনিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মুহাম্মদ রাশেদুল আলম। সভায় কোরআন তেলাওয়াত করেন ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল মুহাম্মদ ওমর ফারুক উদ্বোধক হিসাবে। উদ্বোধনী বক্তব্য রাখেন চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মুহাম্মদ আব্দুর রশীদ সওদাগর। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলা এর সেক্রেটারি মুহাম্মদ জসীমউদ্দিন আজাদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুন্দর পৃথিবীর রূপ-লাবণ্যতায় শ্রমিকদের কৃতিত্বই অগ্রগণ্য। কিন্তু শত আক্ষেপ! সভ্যতার কারিগর এ শ্রেণীটি সর্বদাই উপেক্ষিত, অবহেলিত ও সুবিধাবঞ্চিত। উদয়াস্ত উষ্ণ ঘামের স্যাঁতসেঁতে গন্ধ নিয়ে খেটে যে শ্রমিক তার মালিকের অর্থযন্ত্রটি সচল রাখে, সেই মালিকেরই অবিচারে শ্রমিকদের অচল জীবনটি আরো দুর্বিষহ হয়ে ওঠে। হাদীসের বিবৃতিতে দিয়ে তিনি বলেন যদি শ্রমিক তার উপর অর্পিত দায়িত্ব সুচারুরূপে পালন করে, তাহ’লে তার জন্য রাসূলুল্লাহ (ছাঃ) দ্বিগুণ পুরস্কারের কথা ঘোষণা করে বলেন, ‘তিন শ্রেণীর লোকের দ্বিগুণ ছওয়াব প্রদান করা হবে। তাদের মধ্যে এক শ্রেণী হ’ল- ঐ শ্রমিক যে নিজের মালিকের হক্ব আদায় করে এবং আল্লাহর হক্বও আদায় করে। বিশেষ অতিথির বক্তব্যে রাংগুনিয়া আদর্শ শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতিঃ মাষ্টার মুহাম্মদ আবু নাফিস কাহিনি, ইসলামে মালিক-শ্রমিক সম্পর্ক হবে পিতা-সন্তানের ন্যায়। নিজের পরম আত্মীয়ের মতোই শ্রমিকের সাথে আন্তরিকতাপূর্ণ আচরণ করা, পরিবারের সদস্যদের মতই তাদের আপ্যায়ন করা, শ্রমিকের সুখ-দুঃখ, হাসি-কান্নার প্রতিটি মুহূর্তের প্রতি মালিকের খেয়াল রাখা এবং তাদের সুবিধা-অসুবিধার কথা বিবেচনা করা মালিকের দায়িত্ব ও কর্তব্য। শ্রমিককে তার প্রাপ্য পূর্ণভাবে যথাসময়ে প্রদান করাও মালিকের একটি প্রধান দায়িত্ব। এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদ (ছাঃ) শ্রমিক ও শ্রমজীবী মানুষকে অত্যন্ত সম্মানের দৃষ্টিতে দেখতেন। কারণ যারা মানুষের সুখের জন্য মাথার ঘাম পায়ে ফেলে নিজেদেরকে তিলে তিলে নিঃশেষ করে দেয়, তারাতো মহান আল্লাহর কাছেও মর্যাদার অধিকারী। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাংগুনিয়া উপজেলা এ-র সাবেক সভাপতিঃ ইন্জিনিয়ার মুহাম্মদ আবু তালেব ও অন্যান্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন।
close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
Комментариев нет