close

লাইক দিন পয়েন্ট জিতুন!

রাঙ্গুনিয়ায় মাদ্রাসার শিক্ষককে মধ্যযুগীয় স্টাইলে হামলা..

Nezam Uddin avatar   
Nezam Uddin
রাঙ্গুনিয়া মাদ্রাসার শিক্ষক রাশেদুজ্জামানকে মঙ্গলবার মাহাবুব গ্যাং সন্ত্রাসীরা মধ্যযুগীয় স্টাইলে হামলা করেছেন।..

রাঙ্গুনিয়ায় মাদ্রাসার শিক্ষককে মধ্যযুগীয় স্টাইলে হামলারাঙ্গুনিয়া মাদ্রাসার শিক্ষক রাশেদুজ্জামানকে মঙ্গলবার মাহাবুব গ্যাং সন্ত্রাসীরা মধ্যযুগীয় স্টাইলে হামলা করেছেন।রাঙ্গুনিয়া মাদ্রাসার শিক্ষক রাশেদুজ্জামানকে ৬ই মে মঙ্গলবার মাহাবুব গ্যাং সন্ত্রাসীরা হামলা করে উপযুক্ত দেশী অস্ত্র দিয়ে। মধ্যযুগীয় স্টাইলে হামলার প্রতিবাদে মানববন্ধন করেন এলাকাবাসী ও তার পরিবার। শুক্রবার ৯ই মে জুমার নামায শেষে নারিশ্চা সাপলেজা পাড়া পদুয়া সড়কে হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেন, পরবর্তী দক্ষিণ রাঙ্গুনিয়া থানার সামনে হামলাকারী মাহবুব গ্যাং এর শাস্তির দাবিতে মৌন সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে তারা বলেন, 'মাওলানা রাশেদুজ্জামান একজন সর্বজনীন ব্যক্তি। সামাজিক কর্মকান্ডে নিবেদিত প্রাণ ছিল। পূর্বে শত্রুতার জের ধরে একজন মাওলানার ওপর নিক্কারজনক হামলা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানাবে। আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দ্রূত হামলাকারী মাহবুব গ্যাং তার সাঙ্গুপাঙ্গুকে গ্রেপ্তারের মাধ্যমে শাস্তির দাবি জানাচ্ছি।' উল্লেখ্য, দীর্ঘদিন জায়গা সংক্রান্ত বিরোধ নিয়ে মাহবুব গ্যাং ও রাশেদুজ্জামান পরিবারের বিরোধ থাকলে গত ৬ মে নারিশ্চা মরমের মুখ ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা রাশেদুজ্জামানের ওপর হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা তার মাথা, দুই হাত, দুই পাসহ সারা শরীরে কুপিয়ে গুরুতর জখম করে। এর মধ্যে তার বাম পা অনেকটা বিচ্ছিন্ন হয়ে যায়। জীবনমৃত্যুর সন্ধিক্ষণে বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরে এই ঘটনায় আদালতে বাবা শাহ আলম বাদী হয়ে মামলা করেন।ট্যাগস: রাঙ্গুনিয়া, সন্ত্রাস, মাহাবুব গ্যাং, মানববন্ধন

Không có bình luận nào được tìm thấy


News Card Generator