close

লাইক দিন পয়েন্ট জিতুন!

রাঙ্গুনিয়ায় কর্নফুলি নদীতে গোসলে নেমে ২ শিশু নিখোঁজ

Md Sahadat Hossain avatar   
Md Sahadat Hossain
****

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে। এদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১০ জুন) দুপুর ১২টায় চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকায় নিখোঁজ ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

 

জানা গেছে, উপজেলার কোদালার রাইখালীর মো. আব্দুল গনির বাড়িতে নগরীর ষোলশহর এলাকায় বসবাসকারী তার মেয়ের পরিবার ও তার প্রতিবেশী একটি পরিবারসহ মোট ছয় জন সদস্য ঈদে বেড়াতে আসেন।

মঙ্গলবার সকালে কোদালা সুলতানিয়া মাদ্রাসা সংলগ্ন ঘাটে আব্দুল গনির নাতি মোহাম্মদ ইমন (৬) ও বেড়াতে আসা আট বছরের মেয়ে শিশু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে দুপুর ১২টার দিকে ওই মেয়ের মরদেহ পাওয়া যায় চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকায়। তবে এখনো নিখোঁজ রয়েছে ইমন।

コメントがありません