নবনিযুক্ত রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাজমুল হাসানের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন রাঙ্গুনিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ। ২ই ডিসেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ, প্রেসক্লাব সভাপতি আজিজুল ইসলাম, সাবেক সভাপতি অনিরুদ্ধ অপু, সিনিয়র সহ-সভাপতি রাহাত মামুন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, অর্থ সম্পাদক কামরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আজিম উদ্দিন লাভলু, ওসমান গনি প্রমুখ।
সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ইউএনও নাজমুল হাসান বলেন, “সাংবাদিকরা হলো জাতির বিবেক।” তিনি জানান, বর্তমানে মাঠ প্রশাসন দুটি বড় চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে। প্রথম চ্যালেঞ্জ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন—যেখানে নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
দ্বিতীয় চ্যালেঞ্জ হিসেবে তিনি উল্লেখ করেন আইনশৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা এবং সকলের সহাবস্থান নিশ্চিত করা। ইউএনও বলেন, “বিবেকবোধ থেকেই আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।” তিনি সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন এবং রাঙ্গুনিয়ার উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করার আহ্বান জানা



















