close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

রামপালে সামাজিক নিরাপত্তা নিয়ে গণশুনানি: ভাতার বড় অংশই ব্যায় ওষুধে..

আসাদুজ্জামান শেখ সোবহান, জেলা প্রতিনিধি avatar   
আসাদুজ্জামান শেখ সোবহান, জেলা প্রতিনিধি
****

বাগেরহাট প্রতিনিধি ॥

বাগেরহাটের রামপালে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে জনগোষ্ঠীর অধিকার ও করণীয় বিষয়ে গণশুনানি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০১ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টা ৩০ মিনিটে রামপাল উপজেলা কনফারেন্স মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করে নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা।  সভার সভাপতিত্ব করেন রামপাল উপজেলা নাগরিক ফোরামের সভাপতি এম. এ. সবুর রানা এবং গণশুনানি পরিচালনা করেন সংগঠনের নির্বাহী পরিচালক রিজিয়া পারভীন।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, কৃষি কর্মকর্তা মো. ওলিউল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, নাগরিক নেতা ও বিভিন্ন শ্রেণির মানুষ।
 
গণশুনানিতে জানানো হয়, গত ১৭–২১ নভেম্বর নাগরিক প্রকল্পের আওতায় রামপাল সদর ও গৌরম্ভা ইউনিয়নে পরিচালিত সামাজিক নিরীক্ষায় দেখা যায়—১২২ জন ভাতাপ্রাপ্ত নারীর মধ্যে ৬৩ জনই ভাতার টাকা ওষুধ কিনতে ব্যয় করেন। ৩৯ জন ব্যয় করেন খাদ্যে এবং ১৭ জন ব্যয় করেন খাদ্য ও ওষুধ—উভয় ক্ষেত্রে। হতদরিদ্র ও প্রান্তিক নারীদের অধিকাংশই নিরক্ষর হওয়ায় তাদের জীবনমান উন্নয়নে সিদ্ধান্ত গ্রহণে নানা সীমাবদ্ধতা রয়েছে বলেও উঠে আসে জরিপে।
 
গণশুনানিতে বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতার পরিমাণ বাড়ানো, তালিকাভুক্তিতে বয়স্কদের অগ্রাধিকার, ৬২ বছর পূর্ণ নারীদের বয়স্ক ভাতায় অন্তর্ভুক্তি, এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্পর্কে তথ্যপ্রবাহ বাড়ানোর সুপারিশ করা হয়।
 
প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও রাষ্ট্রীয় সেবা প্রাপ্তি নিশ্চিত করতে “নাগরিক” প্রকল্পের আওতায় রামপালের দুই ইউনিয়নে নাগরিক ফোরাম কার্যক্রম পরিচালনা করছে নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা, মানুষের জন্য ফাউন্ডেশন ও আমরাই পারি জোটের সহযোগিতায়।
Hiçbir yorum bulunamadı


News Card Generator