লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের ঐতিহ্যবাহী হাজিগঞ্জ বাজার পরিচালনা কমিটির নির্বাচনে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মোঃ ফখরুদ্দিন মিয়াজি। গত ২ আগস্ট অনুষ্ঠিত নির্বাচনে ব্যবসায়ীদের আস্থা ও ভালোবাসায় তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ করেন। নির্বাচনের পর প্রতিক্রিয়ায় মোঃ ফখরুদ্দিন মিয়াজি বলেন, “বাজারের স্বার্থে সকল ব্যবসায়ীদের সাথে নিয়ে কাজ করবো এবং একটি সুন্দর, শৃঙ্খলাপূর্ণ বাজার ব্যবস্থা গড়ে তুলবো। বাজারের সার্বিক উন্নয়ন, সুশাসন এবং ব্যবসায়িক পরিবেশ সুসংহত রাখার লক্ষ্যেই আমি কাজ করবো। স্থানীয় ব্যবসায়ীরা তার এই বিজয়ে আনন্দ প্রকাশ করেছেন এবং তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ব্যবসায়ী মহলের প্রত্যাশা মোঃ ফখরুদ্দিন মিয়াজি এর নেতৃত্বে হাজিগঞ্জ বাজারে শৃঙ্খলা ও উন্নয়ন আরও গতিশীল হবে।
close