close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

রাজশাহী রিজিয়নের মধ্যে প্রিমিয়ার লিগ চালু করবো, বিসিবি সভাপতি....

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
রাজশাহী রিজিয়নে প্রিমিয়ার লিগ চালুর ঘোষণা দিলেন বিসিবি সভাপতি। ডি-সেন্ট্রালাইজড ক্রিকেট, বড় পরিসরে প্রশিক্ষণ, ও জাতীয় দলে রাজশাহীর অংশগ্রহণ নিশ্চিত করাই মূল লক্ষ্য।....

রাজশাহী থেকে শুরু হচ্ছে নতুন ক্রিকেট বিপ্লব: প্রিমিয়ার লিগ চালুর ঘোষণা দিলেন বিসিবি সভাপতি

বাংলাদেশের ক্রিকেটে নতুন এক দিগন্তের সূচনা হতে যাচ্ছে রাজশাহীকে কেন্দ্র করে। দেশের ক্রিকেটকে ঢাকার বাইরে ছড়িয়ে দিতে এবার বিসিবি নজর দিয়েছে রাজশাহী রিজিয়নের দিকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ঘোষণা দিয়েছেন— রাজশাহী রিজিয়নের মধ্যেই চালু হচ্ছে নিজস্ব প্রিমিয়ার লিগ। শুধু তাই নয়, এখানকার ক্রিকেটকে আরও গতিশীল ও কার্যকর করার জন্য নেওয়া হচ্ছে একাধিক যুগান্তকারী উদ্যোগ।

রবিবার সকাল ১০টার দিকে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাসের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনূর্ধ্ব-১২ সিক্স-এ-সাইড ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি এই ঘোষণা দেন।

তিনি জানান, আমরা রাজশাহীতে মাঝে মধ্যে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলিয়ে থাকি, কিন্তু সেটি যথেষ্ট নয়। এবার আমরা গ্রেটার রাজশাহী রিজিয়নে প্রিমিয়ার লিগ চালু করবো। এর মাধ্যমে এখানকার তরুণ ক্রিকেটাররা নিয়মিত খেলার সুযোগ পাবে এবং জাতীয় পর্যায়ে উঠে আসতে পারবে।

তিনি আরও বলেন, “আমরা ক্রিকেটকে শুধু ঢাকাকেন্দ্রিক রাখতে চাই না। ডি-সেন্ট্রালাইজড করার পরিকল্পনা নিয়েছি। দেশের প্রতিটি অঞ্চলে ক্রিকেট ছড়িয়ে দিতে চাই যাতে করে জাতীয় দলের পাইপলাইন আরও শক্তিশালী হয়।”

বিসিবি সভাপতি আরও জানান, বর্তমানে রাজশাহীতে ১৪, ১৬ ও ১৮ বছর বয়সীদের জন্য যেসব ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে, সেগুলোর কাঠামোতেও আসছে পরিবর্তন। “আমরা এগুলোকে দুই দিনব্যাপী ম্যাচে রূপান্তর করবো, যাতে খেলোয়াড়রা দীর্ঘ ফরম্যাটে মানিয়ে নিতে পারে,” তিনি বলেন।

টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ আয়োজন সম্পর্কে তিনি বলেন, “গতকাল খুলনায় এবং আজ রাজশাহীতে আমরা দেখেছি, মানুষ স্বতঃস্ফূর্তভাবে টেস্ট ক্রিকেটকে গ্রহণ করছে। এটাই আমাদের জন্য বড় উৎসাহ।”

বাংলাদেশ ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পূর্ণ সদস্য এবং গত ২৫ বছর ধরে টেস্ট খেলছে। এই উপলক্ষে বিসিবি দেশব্যাপী অনূর্ধ্ব-১২ সিক্স-এ-সাইড প্রতিযোগিতা আয়োজন করেছে যাতে ছোটদের মধ্যেও ক্রিকেটের জনপ্রিয়তা গড়ে ওঠে।

ক্রিকেট মাঠের মান নিয়েও বিসিবি সভাপতি অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “এই গ্রাউন্ড এতটাই সুন্দর, এমন আউটফিল্ড অনেক দেশেই নেই। উইকেটও অসাধারণ। যদি দেশে আরও এরকম সুবিধা গড়ে তোলা যায়, তবে ক্রিকেটার তৈরি হতে সময় লাগবে না।”

তিনি প্রশংসা করেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব ভাইয়ের, যিনি স্থানীয় মাঠগুলোর মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বিসিবির লক্ষ্য, এমন ফ্যাসিলিটিজ অন্যান্য বিভাগীয় শহরেও ছড়িয়ে দেওয়া।

অনুষ্ঠানের আয়োজকরা জানান, বিসিবি এই আয়োজনের মাধ্যমে শুধু একটি মাইলফলক উদযাপন করছে না, বরং ভবিষ্যৎ প্রজন্মকে ক্রিকেটের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নিয়েছে। তাদের ভাষায়, “এই আয়োজনের মূল লক্ষ্য হলো— ক্রিকেটকে জনপ্রিয় করে তোলা এবং সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দ ছড়িয়ে দেওয়া।”

এটা শুধু একটি উদযাপন নয়—এটা এক নতুন দিকচিহ্ন। রাজশাহীর ক্রিকেটের জন্য এটি হতে যাচ্ছে ইতিহাস গড়ার সময়। বিসিবির এমন ঘোষণা নিঃসন্দেহে স্থানীয় ক্রিকেটার, কোচ এবং সমর্থকদের জন্য এক বিশাল অনুপ্রেরণা।

রাজশাহীতে বিসিবির এই পরিকল্পনা কেবল একটি লিগ চালু করার ঘোষণা নয়—এটা একটি দীর্ঘমেয়াদী কৌশল, যা দেশের ক্রিকেট কাঠামোকে ঢাকার বাইরেও শক্তিশালী করে তুলবে। এই ঘোষণা দিয়ে রাজশাহীর মাটিতে নতুন করে জ্বলে উঠলো সম্ভাবনার আলো।

Nessun commento trovato