close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

রাজপথের ত্যাগী কর্মীরা উপেক্ষিত-নেতৃত্বে এখন আরামপ্রিয়রা: শ্রমিকদল নেতা নাঈম..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
মেদুয়ারী ইউনিয়ন শ্রমিকদলের সাবেক সভাপতি মাহফুজ আলম খান নাঈম বলেন, “দলের ত্যাগী কর্মীরা আজ অবহেলিত। যারা বিগত দিনে রাজপথে দলের পতাকা হাতে নিয়ে লাঠিপেটা খেয়েছে, গ্রেফতার হয়েছে, আজ তারা উপেক্ষিত। আম..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: “যারা রাজপথে জীবনের ঝুঁকি নিয়ে সংগ্রাম করেছে, তাদেরকেই আজ দলীয় কর্মসূচিতে দেখা যায় না। বরং যারা তখন আরামে ঘুমাত, এখন তারাই নেতা সেজে বসে আছে!”-এমন মন্তব্য করেছেন ২নং মেদুয়ারী ইউনিয়ন শ্রমিকদলের সাবেক সভাপতি মাহফুজ আলম খান নাঈম।

এক বার্তায় তিনি বলেন, “দলের ত্যাগী কর্মীরা আজ অবহেলিত। যারা বিগত দিনে রাজপথে দলের পতাকা হাতে নিয়ে লাঠিপেটা খেয়েছে, গ্রেফতার হয়েছে, আজ তারা উপেক্ষিত। আমার মনে হয়, ভবিষ্যতে কোনো মিটিং, মিছিল বা দলীয় প্রোগ্রামে তাদের আর রাজপথে খুঁজে পাওয়া যাবে না।”

তিনি আক্ষেপ করে আরও বলেন, “তখন যারা খাটে কম্বল মুড়ি দিয়ে আরামে ঘুমিয়ে ছিল, আজ তারাই রাজপথের ত্যাগী নেতা পরিচয়ে সামনে চলে এসেছে। অথচ যারা প্রকৃত ত্যাগ স্বীকার করেছে, তাদের অবস্থা এখন-‘কি হয়েছে, কেন হয়েছে, থাক, আমি কিছু বললাম না, আপনারাই বলুন।’ ”

নাঈমের এই বক্তব্যে তৃণমূলের অনেক নেতাকর্মীর মনের প্রতিধ্বনি পাওয়া যাচ্ছে বলে অনেকে মনে করছেন। অনেকেই অভিযোগ করছেন, দলের কিছু অংশে এখন চাটুকারিতার রাজনীতি ও ত্যাগীদের অবমূল্যায়ন চলছে-যার ফলে ভেঙে পড়ছে মনোবল এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে সংগঠন।

তিনি দলীয় শীর্ষ নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সঠিক মূল্যায়নের মাধ্যমে রাজপথের আসল সৈনিকদের সামনে আনতে হবে। নইলে আগামী দিনে আন্দোলন বা নির্বাচনে মাঠে লোক খুঁজে পাওয়াই কঠিন হয়ে পড়বে।”

Walang nakitang komento