রাজধানী ঢাকায় দিন দুপুরে সন্ত্রাসীদের দৌরাত্ম্য—এক ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই; আরেকজনকে হত্যা। সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। এমন ভয়াবহ পরিস্থিতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) ক্ষোভ প্রকাশ করে বলেছেন, অন্তর্বর্তী সরকার মানুষের জীবনের নিরাপত্তা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ।
মঙ্গলবার (২৭ মে) এক জরুরি বিবৃতিতে জিএম কাদের বলেন, "একটি সরকারের প্রাথমিক ও প্রধান দায়িত্ব হলো তার নাগরিকদের জান-মাল, ইজ্জত ও স্বাধীনতার নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু আমাদের বর্তমান সরকার সে দিক থেকে চরমভাবে ব্যর্থ।"
তিনি বলেন, “সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় সুইমিংপুল কমপ্লেক্স এলাকায় প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই করে পালিয়েছে সন্ত্রাসীরা। এর আগের দিনই রাজধানীর বাড্ডার গুদারাঘাট এলাকার ৪ নম্বর গলিতে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। এসব ঘটনা আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতির দিকে গেছে তা স্পষ্টভাবে প্রমাণ করে।”
জিএম কাদের বলেন, "ছিনতাই-হত্যা শুধু গলিঘুঁজির মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এখন তো মূল সড়কগুলোতেও মানুষ নিরাপদ নয়। রাস্তায় বের হলে কেউ আর নিশ্চিত থাকতে পারেন না যে, তিনি জীবিত ঘরে ফিরতে পারবেন কিনা। এটা রাষ্ট্রের জন্য ভয়াবহ সংকেত।"
তিনি প্রশ্ন তোলেন, “যে সরকার দিনের আলোয় প্রকাশ্যে সন্ত্রাসীদের থামাতে পারে না, যারা প্রতিনিয়ত সাধারণ মানুষের জীবনে আতঙ্ক সৃষ্টি করছে—তাদের কি আদৌ জনগণের শাসন করার নৈতিক অধিকার থাকে? জনগণের জান-মাল রক্ষাই যদি না করতে পারে, তবে তারা কেন ক্ষমতায় থাকবে?”
জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, “সরকার প্রতিবারই আশ্বাস দেয় পরিস্থিতি নিয়ন্ত্রণে, কিন্তু বাস্তবে পরিস্থিতি দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে। মানুষের জীবনে অনিশ্চয়তা, দুশ্চিন্তা আর আতঙ্ক নিয়েই আজকের বাংলাদেশ।"
নিরাপত্তার অভাব শুধু ব্যক্তির জীবনে নয়, এটি দেশের অর্থনীতিকেও ক্ষতিগ্রস্ত করছে বলে মন্তব্য করেন জিএম কাদের। তিনি বলেন, “একজন ব্যবসায়ী যদি নিরাপদ না থাকেন, যদি প্রতিনিয়ত আতঙ্কে থাকতে হয় তার রাস্তায় বের হওয়ার সময়, তবে তিনি ব্যবসা করবেন কীভাবে? বিনিয়োগ করবেন কেন?”
তিনি সরকারের কাছে প্রশ্ন রেখে বলেন, “দেশের মানুষের জীবনের মূল্য কি এতোই তুচ্ছ হয়ে গেছে? সরকার কি শুধুই আশ্বাস দিয়ে দায়িত্ব শেষ করতে চায়?”
জিএম কাদের সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "প্রতিদিনের এই হত্যাকাণ্ড, ছিনতাই আর অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নিতে হবে। নতুবা জনগণের রোষ থেকে কেউই রক্ষা পাবে না। জনগণ জবাব চাইবে, আর এই জবাবদিহির সময় অনেক দ্রুত এগিয়ে আসছে।"
সাধারণ মানুষের নিরাপত্তার অভাব নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে তীব্র সমালোচনা শুরু হয়েছে। সরকার যদি দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন না ঘটাতে পারে, তবে সামনে আরও বড় রাজনৈতিক সংকট তৈরি হতে পারে—বিশেষ করে জাতীয় নির্বাচনের প্রাক্কালে।