তরুণ প্রজন্মের প্রতিনিধি পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি শুক্রবার(২ মার্চ) এক সাক্ষাৎকারে বলেন, রাজনীতি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি আমাদের সমাজের দিক নির্ধারণ করে এবং আমাদের জীবন যাত্রার মানকে প্রভাবিত করে। যে রাজনীতি আমাদের একটি স্বাধীন স্বদেশ ভূমি উপহার দিয়েছে, আমাদের বাঁক, ব্যাক্তি ও অন্যান্য মৌলিক অধিকার এনে দিয়েছে, সে রাজনীতি কেন এখন সাধারণ মানুষের কাছে অচ্ছুত বিষয়। রাজনীতির প্রতি গনমানুষের এই নেতিবাচক মনোভাব সৃষ্টির জন্য যে এক শ্রেণীর রাজনৈতিক ই দায়ী, সেটা বোধ করি ব্যাখ্যা করে বলার প্রয়োজন পড়ে না। সাবেক ছাত্রনেতা ও নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি আরো বলেন, এক সময় রাজনীতি করা ছিল শ্রদ্ধার পাত্র। সাধারণ মানুষের কাছে তারা ছিলেন অসাধারণ ব্যক্তিত্ব। সম্মানের অতি উঁচু আসনে ছিল তাদের অবস্থান। রাজনীতির একমাত্র লক্ষ্য হচ্ছে দেশ ও জনগণের কল্যাণ। রাজনীতিতে নেতৃত্বের ভূমিকা অপরিসীম। একজন সৎ, যোগ্য, দক্ষ ও জনপ্রিয় নেতা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন এবং জীবন যাত্রার মান উন্নত করতে পারেন। নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি আরো বলেন, ক্ষমতায় অপব্যবহার কারি নেতা, অযোগ্য ও হাইব্রিড নেতা, মূর্খ নেতা তাদের চামচামি ও নোংরামির কারনে রাজনৈতিক পরিবেশ নষ্ট করে দেয় এবং দেশ ও সমাজের জন্য ভয়ংকর পরিবেশ সৃষ্টি হয়। আমি সবাইকে আহ্বান জানাই ন্যায়, নীতি নিয়ে সুস্থ ধারার রাজনীতি করুন তাতে দেশ ও সাধারণ জনগণ ভালো থাকবে।
Ingen kommentarer fundet



















