close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের প্রশিক্ষণ কার্যক্রম..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
Mandatory training program launched in Dhaka South for battery-powered rickshaw drivers. A valid license will be issued after training, costing only 50 BDT.

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ই-রিকশা চালকদের জন্য বাধ্যতামূলক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। মাত্র ৫০ টাকায় প্রশিক্ষণ শেষে মিলবে ড্রাইভিং লাইসেন্স।

ঢাকা শহরে অনিয়ন্ত্রিত ই-রিকশার চলাচল নিয়ে নাগরিকদের উদ্বেগ দীর্ঘদিনের। এই সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে এগিয়ে এসেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। রাজধানীর ব্যাটারিচালিত রিকশাচালকদের দক্ষ ও সুশৃঙ্খল করার লক্ষ্যে চালু করা হয়েছে বাধ্যতামূলক প্রশিক্ষণ কার্যক্রম। ২২ জুলাই নগরভবনের অডিটোরিয়ামে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া।

প্রথম পর্যায়ে ২২ থেকে ৩১ জুলাই পর্যন্ত ডিএসসিসির পাঁচটি আঞ্চলিক কার্যালয়ের অধীনস্থ কমিউনিটি সেন্টারগুলোতে এ প্রশিক্ষণ কার্যক্রম চলবে। প্রশিক্ষণের ব্যবস্থাপনায় রয়েছে ঢাকা দক্ষিণ সিটির পরিবহন বিভাগ, যেখানে নিযুক্ত করা হয়েছে ১৫০ জন অভিজ্ঞ প্রশিক্ষক। এই প্রশিক্ষকরা অক্টোবর মাস পর্যন্ত ধাপে ধাপে ট্রেনিং কার্যক্রম পরিচালনা করবেন। প্রথম ধাপে ৪ হাজার ৫০০ জন রিকশাচালককে এই প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে।

প্রশিক্ষণার্থীদের জন্য রয়েছে সম্মানী ও খাবারের ব্যবস্থাও। প্রশাসক জানান, মাত্র ৫০ টাকার বিনিময়ে রিকশাচালকরা প্রশিক্ষণে অংশ নিয়ে একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স পেতে পারবেন। এই প্রশিক্ষণের মাধ্যমে চালকদের মধ্যে সড়ক নিরাপত্তা, ট্রাফিক আইন, ও যাত্রীসেবার মান বিষয়ে সচেতনতা গড়ে তোলা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, "অনিয়ন্ত্রিত ও অনিরাপদ ব্যাটারিচালিত রিকশা রাজধানীর জন্য এক বড় সমস্যা। এগুলোর কারণে যানজট বাড়ছে, দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে, নগরজীবন স্থবির হয়ে পড়ছে। এই প্রশিক্ষণের মাধ্যমে শৃঙ্খলা ফেরানো সম্ভব হবে।"

তিনি আরও বলেন, সরকার ইতোমধ্যেই ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় নতুন নীতিমালা তৈরির উদ্যোগ নিয়েছে। আগামীতে যারা এই প্রশিক্ষণ ছাড়াই রিকশা চালাতে চাইবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন প্রশাসক।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম, ও পরিবহন বিভাগের মহা-ব্যবস্থাপক মোহাম্মদ নাছিম আহমেদ।

এই প্রশিক্ষণ কর্মসূচি সফল হলে রাজধানীর সড়কগুলোতে শৃঙ্খলা ফেরাতে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে এই উদ্যোগ রিকশাচালকদের পেশাগত দক্ষতা ও মর্যাদাও বাড়াবে বলে মত বিশেষজ্ঞদের।

לא נמצאו הערות