ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: “তুমি যখন সবাইকে ভালবাসতে শিখবে, সবার কল্যাণে কাজ করে যাবে-জীবনের ক্রান্তিলগ্নে গিয়ে দেখবে, মানুষের ভালবাসায় তুমি একদম আকণ্ঠ ডুবে আছো! বিশ্বাস করো, এরচেয়ে পরিতৃপ্তি জীবনে আর কিছুতে হতে পারে না!”-এই মানবিক বার্তাটি দিয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক ও ভালুকার জনপ্রিয় রাজনীতিক, আলহাজ্ব মোহাম্মদ মোর্শেদ আলম।
জনপ্রিয় এই নেতার হৃদয়স্পর্শী বার্তাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। তাঁর বার্তায় উঠে এসেছে রাজনীতির প্রকৃত উদ্দেশ্য-মানুষের কল্যাণ, ভালোবাসা ও আত্মত্যাগ।
দীর্ঘদিন ধরে তৃণমূলে সক্রিয় আলহাজ্ব মোর্শেদ আলম ভালুকার রাজনীতিতে একজন মানবিক ও নির্ভরযোগ্য নেতা হিসেবে পরিচিত। তিনি বরাবরই গরিব-দুঃখী, অসহায় মানুষের পাশে থেকেছেন, নিঃস্বার্থভাবে সমাজের কল্যাণে কাজ করেছেন।
নবগঠিত জেলা কমিটিতে যুগ্ম-আহ্বায়ক হিসেবে তাঁর অন্তর্ভুক্তি দলের প্রতি তাঁর নিষ্ঠা ও দায়িত্বশীলতারই স্বীকৃতি বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
রাজনীতির মূল লক্ষ্য যখন হয় মানুষের কল্যাণ, তখন তা হয়ে ওঠে জীবন বদলে দেওয়ার হাতিয়ার। মোর্শেদ আলমের মতো মানবিক নেতৃত্ব আমাদের সমাজে আশার আলো জাগায়-একটি কল্যাণকর, ন্যায়ের ও ভালোবাসায় পূর্ণ সমাজ গঠনের প্রত্যয়ে হিসাবে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।