"আরেকটি পাতানো নির্বাচন দেশের জনগণ হতে দেবে না"— কুতুবদিয়ায় জামায়াত নেতা ড. হামিদ আযাদের হুঁশিয়ারি..

Nazrul Islam avatar   
Nazrul Islam
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুতুবদিয়া-মহেশখালী আসনের সাবেক সংসদ সদস্য ড. এ.এইচ.এম. হামিদুর রহমান আযাদ বলেছেন, "পতিত আওয়ামী ফ্যাসিবাদী আমলের মতো আরেকটি পাতানো নির্বাচন দেশের জনগণ হতে দেবে না।" তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "ব্যালট ছিনতাই ও নিশিরাতে ভোট ডাকাতির মতো ঘটনা আর এ দেশের জনগণ মেনে নেবে না। প্রয়োজন হলে জুলাই-আগস্টের অভ্যুত্থানের মতো রক্ত ঢেলে হলেও জনগণ তা প্রতিহত করবে।

 

মঙ্গলবার (৭ জুলাই) বিকাল ৩টায় কুতুবদিয়া উপজেলার ধূরুং এলাকায় দারুস সালাম আদর্শ বালিকা দাখিল মাদ্রাসা মিলনায়তনে উপজেলা জামায়াত আয়োজিত তৃণমূল প্রতিনিধিদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. আযাদ বলেন, "গত ১৬ বছর দেশের মানুষ আওয়ামী লীগের হাতে পিষ্ট হয়েছে। মানুষ তার ভোটাধিকার হারিয়েছে, ভোট দিতে পারেনি। এখন সময় এসেছে দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার।" তিনি আরও বলেন, "জামায়াতে ইসলামীর লক্ষ্য হলো দেশের প্রতিটি নাগরিকের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।"

ড. আযাদ বলেন, “আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হলে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতেই হবে। সরকার ও নির্বাচন কমিশন যদি কারো রক্তচক্ষুকে ভয় পায়, তবে গণতন্ত্র পুনরায় হুমকির মুখে পড়বে।” তিনি জুলাই আন্দোলনের সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়নের দাবি জানিয়ে তা রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের  নেতা মাওলানা জাকের হোসাইন, উপজেলা জামায়াতের আমীর ও সাবেক চেয়ারম্যান আ.স.ম. শাহরিয়ার চৌধুরী, উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুল আমিন, প্রশিক্ষণ বিভাগের সেক্রেটারি মাওলানা আব্দুস সাত্তার, এবং প্রিন্সিপাল আবু মুছা প্রমুখ।

 

Không có bình luận nào được tìm thấy