close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

পুতিনের সঙ্গে বৈঠকে মিয়ানমারের জান্তাপ্রধানের চমকপ্রদ উপহার!..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
মিয়ানমারের জান্তাপ্রধান জেনারেল মিন অং হ্লেইং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে তাকে হাতি উপহার দিয়েছেন। এই উপহার আন্তর্জাতিক কূটনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। বৈঠকে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্..

মিয়ানমারের জান্তাপ্রধান জেনারেল মিন অং হ্লেইং মঙ্গলবার (৪ মার্চ) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোর ক্রেমলিনে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। এ সময় দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার নানা বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে রুশ প্রেসিডেন্ট পুতিনকে হাতি উপহার দেন জান্তাপ্রধান।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই হাতি উপহার দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে। তারা এই উদ্যোগকে 'হাতি কূটনীতি' হিসেবে উল্লেখ করেছেন। কিছুদিন আগেই মিয়ানমার রাশিয়ার কাছ থেকে ৬টি যুদ্ধবিমান ক্রয় করেছে, যা দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতাকে আরও শক্তিশালী করেছে।

বৈঠকের সময় আরও একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়। মিয়ানমারে ১০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সম্মত হয়েছে দুই দেশ। রাশিয়ার রাষ্ট্রায়ত্ব কোম্পানি রোসাটমের অর্থায়ন ও তত্ত্বাবধানে বিদ্যুৎকেন্দ্রটি নির্মিত হবে এবং ভবিষ্যতে পরিচালনাও করবে রোসাটম।

রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, 'এই বন্ধুত্বপূর্ণ উপহারের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। হাতিগুলো ইতোমধ্যে মস্কোর চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়েছে।'

এদিকে, মিয়ানমার ও রাশিয়ার কূটনৈতিক সম্পর্কের ২৫ বছর পূর্তি উপলক্ষে চলতি বছর বিশেষ আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। দুই দেশের বাণিজ্যিক সম্পর্কও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ২০২৪ সালে দুই দেশের বাণিজ্য ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক সময়ে রাশিয়া ও মিয়ানমারের মধ্যকার এই ঘনিষ্ঠ সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Keine Kommentare gefunden