ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ২নং পুটিজানা ইউনিয়নে “পুটিজানা প্রবাসী পরিবার মানবতার সংগঠন”-এর আয়োজনে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে একটি মাদ্রাসায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ জুন) সকালে পুটিজানা বাজারের বাদশা মার্কেটে অনুষ্ঠিত এ আয়োজনের সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা মো. উজ্জ্বল মিয়ার পিতা আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের গার্ডিয়ান মো. মাজহারুল ইসলাম, মো. জহিরুল ইসলাম, ওসাসিম, আবুল খায়ের, সোহেল রানা, আতিকুল ইসলাম, মজনু মিয়াসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. গোলাপ ফরাজি।
উল্লেখ্য, ২০২১ সাল থেকে ‘পুটিজানা প্রবাসী পরিবার মানবতার সংগঠন’ মসজিদ-মাদ্রাসা উন্নয়ন, বিয়ে সহায়তা এবং অন্যান্য সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
অনুষ্ঠান শেষে প্রবাসীদের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। কোরআন তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন আব্দুর রাজ্জাক।
कोई टिप्पणी नहीं मिली



















