close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

পুলিশ সুপারের কাছে অভিযোগ করে বিপদে কৃষক পরিবার

MD JAHANGIR ALAM avatar   
MD JAHANGIR ALAM
কিশোরগঞ্জের অষ্টগ্রামে পুলিশ সুপারের কাছে অভিযোগ করে বিপদে কৃষক পরিবার।




‎ 
কিশোরগঞ্জের অষ্টগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মো. হরমুজ মুন্সী (৬৫) নামে এক কৃষক পরিবার প্রাণনাশের হুমকি ও জমি দখলের চেষ্টার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন। এ ঘটনায় প্রতিপক্ষ মোহাম্মদ আলী (৬৫) ও তার ভাগিনা এলাজ উদ্দিন (৫০)-এর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

‎ঘটনার বিষয়ে ভাতশালা গ্রামের মৃত আলী হোসেনের ছেলে হরমুজ মুন্সী গত ১৭ আগস্ট বিকেলে অষ্টগ্রাম রিপোর্টার্স ক্লাবে সংবাদ সম্মেলন করেন। এসময় তিনি লিখিত বক্তব্য পাঠ করে অভিযোগের বিস্তারিত তুলে ধরেন।

‎তিনি জানান, করবা মৌজার খতিয়ান নং সিএস-৭৯০, আরএস-১৩৯৩, চর্চা-১৯৭৮ এবং দাগ নং সিএস-১৭০৮, আরএস-৪৬৮২ সহ মোট ৩০ শতাংশ জমি ২০১৭ সালের ১৬ আগস্ট হামিদ মেম্বার মোহাম্মদ আলীর নিকট থেকে বৈধভাবে ক্রয় করেন। পরবর্তীতে ২০২০ সালের ২ সেপ্টেম্বর একই মৌজায় আরো ২২ শতাংশ জমি দানপত্র দলিলের মাধ্যমে কিনে নিজের নামে খারিজ করে ভোগ দখলে রাখেন।

‎কিন্তু ওই জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ মোহাম্মদ আলী ২০২২ সালের ২১ ডিসেম্বর অতিরিক্ত জেলা হাকিম আদালত, কিশোরগঞ্জে দলিল বাতিলের মামলা (মোকদ্দমা নং-১৮৩৮/২২) দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন।

‎অভিযোগে হরমুজ মুন্সী আরও উল্লেখ করেন, চলতি বছরের ২০ জানুয়ারি সকাল ১০টার দিকে প্রতিপক্ষ সন্ত্রাসীসহ হামলার চেষ্টা চালায়। এ ঘটনার পর তিনি কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু এরপর থেকেই প্রতিপক্ষ মোহাম্মদ আলী তার পরিবারকে ভয়ভীতি প্রদর্শন, প্রাণনাশের হুমকি ও জমি দখলের পাঁয়তারা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

‎সংবাদ সম্মেলনে হরমুজ মুন্সী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, “আমাদের ক্রয়কৃত জমি নিয়মিত ভোগদখল ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি ব্যবস্থা প্রয়োজন।”

‎এসময় তার মামাতো ভাই আবু কাশেম, হযরত আলী এবং ছেলে শাহ জামান উপস্থিত ছিলেন।

‎এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মোহাম্মদ আলী বলেন, “আমার বিরুদ্ধে আনিত সব অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে আমাকে এবং আমার পরিবারকে হয়রানি করার জন্য এসব অপপ্রচার চালানো হচ্ছে।”

没有找到评论