কিশোরগঞ্জের অষ্টগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মো. হরমুজ মুন্সী (৬৫) নামে এক কৃষক পরিবার প্রাণনাশের হুমকি ও জমি দখলের চেষ্টার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন। এ ঘটনায় প্রতিপক্ষ মোহাম্মদ আলী (৬৫) ও তার ভাগিনা এলাজ উদ্দিন (৫০)-এর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
ঘটনার বিষয়ে ভাতশালা গ্রামের মৃত আলী হোসেনের ছেলে হরমুজ মুন্সী গত ১৭ আগস্ট বিকেলে অষ্টগ্রাম রিপোর্টার্স ক্লাবে সংবাদ সম্মেলন করেন। এসময় তিনি লিখিত বক্তব্য পাঠ করে অভিযোগের বিস্তারিত তুলে ধরেন।
তিনি জানান, করবা মৌজার খতিয়ান নং সিএস-৭৯০, আরএস-১৩৯৩, চর্চা-১৯৭৮ এবং দাগ নং সিএস-১৭০৮, আরএস-৪৬৮২ সহ মোট ৩০ শতাংশ জমি ২০১৭ সালের ১৬ আগস্ট হামিদ মেম্বার মোহাম্মদ আলীর নিকট থেকে বৈধভাবে ক্রয় করেন। পরবর্তীতে ২০২০ সালের ২ সেপ্টেম্বর একই মৌজায় আরো ২২ শতাংশ জমি দানপত্র দলিলের মাধ্যমে কিনে নিজের নামে খারিজ করে ভোগ দখলে রাখেন।
কিন্তু ওই জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ মোহাম্মদ আলী ২০২২ সালের ২১ ডিসেম্বর অতিরিক্ত জেলা হাকিম আদালত, কিশোরগঞ্জে দলিল বাতিলের মামলা (মোকদ্দমা নং-১৮৩৮/২২) দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন।
অভিযোগে হরমুজ মুন্সী আরও উল্লেখ করেন, চলতি বছরের ২০ জানুয়ারি সকাল ১০টার দিকে প্রতিপক্ষ সন্ত্রাসীসহ হামলার চেষ্টা চালায়। এ ঘটনার পর তিনি কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু এরপর থেকেই প্রতিপক্ষ মোহাম্মদ আলী তার পরিবারকে ভয়ভীতি প্রদর্শন, প্রাণনাশের হুমকি ও জমি দখলের পাঁয়তারা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে হরমুজ মুন্সী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, “আমাদের ক্রয়কৃত জমি নিয়মিত ভোগদখল ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি ব্যবস্থা প্রয়োজন।”
এসময় তার মামাতো ভাই আবু কাশেম, হযরত আলী এবং ছেলে শাহ জামান উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মোহাম্মদ আলী বলেন, “আমার বিরুদ্ধে আনিত সব অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে আমাকে এবং আমার পরিবারকে হয়রানি করার জন্য এসব অপপ্রচার চালানো হচ্ছে।”
close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
No comments found