“পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর মাসিক আলোচনা সভা”
অদ্য ০৯ই এপ্রিল ২০২৫ খ্রিঃ বিগত মাসের ন্যায় ঝালকাঠি পুনাক সভানেত্রী টুম্পা সরকার নারী পুলিশ সদস্যদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ-সময় তিনি নারী পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং তা সমাধানে বিভিন্ন পরামর্শ দেন। তিনি উক্ত সভায় নারীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে অধিক গুরুত্ব প্রদান করেন। তিনি নারীদের যে কোন সমস্যায় হতাশ হওয়া থেকে বিরত থাকতে বলেন এবং কিভাবে বাস্তবে সমস্যা সমাধান করতে হয় তার নানান কৌশল নিয়ে আলোচনা করেন। পরিশেষে তিনি সকলের সুস্বাস্থ্য কামনা করে আলোচনা সভা শেষ করেন।
এ সময় ঝালকাঠি জেলার পুনাক সমিতির সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
আজকে একই দিনে জেলা পুলিশ সুপারের উদ্যোগে কনস্টেবল নিয়োগে দায়িত্বশীলদের নির্দেশনা প্রদান করেন।
অদ্য ০৯ই এপ্রিল ২০২৫ খ্রিঃ ঝালকাঠি পুলিশ লাইন্স ড্রিলসেড এ ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৫ এর মাঠ পরীক্ষা ও লিখিত পরীক্ষাসহ অন্যান্য কার্যক্রমে যে সকল পুলিশ সদস্য নিয়োজিত থাকবে তাদের সঠিক নির্দেশনা দেওয়ার জন্য সুযোগ্য পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায়, ঝালকাঠি মহোদয়ের সভাপতিত্বে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন জনাব এস.এম বায়জীদ ইবনে আকবর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ঝালকাঠি মহোদয়, জনাব মোঃ শাহ্ আলম, সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল), ঝালকাঠি মহোদয় এবং জনাব মোহাঃ আব্দুর রাশেদ, শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার, ঝালকাঠি মহোদয়সহ জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যগন।