close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

পটুয়াখালীতে যুবকের মরদেহ উদ্ধার।

মুহাম্মাদ রাকিব avatar   
মুহাম্মাদ রাকিব
স্টাফ রিপোর্টার : <br>প্রকাশিত : ০০:২০ এএম, ০৪ মে ২০২৫

 পটুয়াখালীর বাউফলে নিখোঁজের চার দিন পর খলিল গাজী (২৮) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩ মে) বেলা ১১টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপাশা গ্রামের কাজীবাড়ির পাশে একটি খড়ের গাদার কাছে মরদেহটি পাওয়া যায়।
 নিহত খলিল গাজী একই এলাকার বাসিন্দা হাসান গাজীর ছেলে। তিনি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ এপ্রিল সন্ধ্যায় খলিল গাজীর বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। আত্মীয়-স্বজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে ২ মে বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ফকিরের হাট বাজারের এক ব্যক্তি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. আনিচুর রহমানকে ফোন করে রাস্তার পাশে খড়ের গাদার পাশে একটি মরদেহ পড়ে থাকার খবর দেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন, খড় দিয়ে ঢেকে রাখা একটি দেহের দুই পা বাইরে বেরিয়ে রয়েছে। পরে খড় সরিয়ে মরদেহটি শনাক্ত করা হয়।

לא נמצאו הערות