close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

পটুয়াখালীতে হজ্জের টাকা নিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার ১।..

মুহাম্মাদ রাকিব avatar   
মুহাম্মাদ রাকিব
স্টাফ রিপোর্টার :
প্রকাশিত : ২০:১০ পিএম, ১৬ মে ২০২৫

পটুয়াখালীর সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের বাসিন্দা মো. ফরিদ সিকদার নামে এক ব্যক্তিকে একাধিক প্রতারণার মামলায় গ্রেফতার করা হয়েছে। 

 গতকাল বৃহস্পতিবার (১৫ মে) রাতে ডেমরা থানা পুলিশ ফরিদ সিকদারকে গ্রেফতার করে। 

বাউফল থানার এস.আই মো. মাসুদ খলিফার নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়েছে। 

জানা গেছে, ফরিদ সিকদারের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক প্রতারণার মামলা রয়েছে। 

বাউফল থানার মামলা নং ০৪/০৭/২০২৪, যার আওতায় তাকে দণ্ডবিধির ৪২০ এবং ৪০৭ ধারায় অভিযুক্ত করা হয়েছে। সিআর মামলা নং ৩৪০/২৪ এবং ১২৪৪/২২ নং মামলায় এন.আই অ্যাক্টের ধারা (১) অনুযায়ী অভিযোগ আনা হয়েছে। এছাড়াও রয়েছে সি.আর মামলা নং ৬৫৯/২৪। 

ফরিদ সিকদারের বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ, তিনি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট থেকে প্রতারণার মাধ্যমে মোট ৭ লাখ ৩৪ হাজার ৭শ ২০ টাকা আদায় হাতিয়ে নেয়। 

বাদী আবদুল মালেক আনোয়ারী পিতা আনোয়ার হোসেন, সাং কৌখালী, থানা: বাউফল, জেলা পটুয়াখালী। তিনি সহ আরও তিনজন ভুক্তভোগীর কাছ থেকে উল্লেখিত টাকা নেয়া হয়।

এছাড়া মির্জাগঞ্জ, ঢাকা, ডেমরা এলাকাসহ অন্যান্য স্থানেও ফরিদের বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে।

অভিযোগকারীদের দাবি, ফরিদের প্রতারণার ফাঁদে পড়ে অনেকেই ক্ষতির সম্মুখীন হয়ে হজ্ব করতে যেতে পারেননি।  আশা করছি আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকতারুজ্জামান সরকার জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, আজ তাকে পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে। 

コメントがありません