পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন সদস্যদের তদন্ত কমিটি গঠন ।..

মুহাম্মাদ রাকিব avatar   
মুহাম্মাদ রাকিব
স্টাফ রিপোর্টার :
প্রকাশিত : ০১: ৩৫ এএম, ২৯ এপ্রিল ২০২৫

পটুয়াখালী জেলার কলাপাড়ার ধানখালী তে সদ্য চালু হওয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের  (আরএনপিএল) স্ক্র্যাপ শেডের অগ্নিকাণ্ডের ঘটনায় তিন সদস্যদের একটি কমিটি গঠন করা হয়েছে। রবিবার দিবাগত রাতে এ কমিটি গঠন করা হয়।  আরএনপিএল এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল হালিম কে এ কমিটির প্রধান করা হয়েছে। কমিটি আগামী দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিলে অগ্নিকাণ্ডের কারণসহ ক্ষতির বিস্তারিত বিবরণ পাওয়া যাবে। সরেজমিনে গিয়ে দেখা যায়,  পাওয়ার প্লান্ট থেকে এই ক্র্যাপ শেড ৫০০ মিটার দূরে থাকায় পাওয়ার প্লান্টের ক্ষতি হয়নি, বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম বাধাগ্রস্ত হয়নি,  পড়েনি প্রভাব। উল্লেখ্য এর আগে রবিবার সন্ধ্যার পরে প্রায় ২০ একর জায়গা জুড়ে পাওয়ার প্লান্টের স্ক্রাপ শেডে আগুন লেগে যায়।  কলাপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং আরএনপিএল এর নিজস্ব দুটি ইউনিট পাঁচ ঘন্টা চেষ্টা চালিয়ে রাত একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ।

कोई टिप्पणी नहीं मिली