close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

পটিয়ার হাইদগাঁও ইউনিয়নে একই রাতে মন্দির ও দোকানসহ ঘরে ডাকাতি আহত দুইজন..

মাজহারুল রানা avatar   
মাজহারুল রানা
চট্টগ্রামের পটিয়ায় একদিনের ব্যবধানে আবারো ডাকাতির ঘটনা ঘটেছে।একই রাতে লোকনাথ মন্দির ও বিটন চন্দ নামে একব্যক্তির দোকানের মালামাল লুট সহ একটি ঘরে ডাকাতি করার সময় ডাকাতের হামলায় আহত হয়েছেন মা-ছেলেসহ দুই..

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ডের শ্রীমতি বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- মৃত সাধন চন্দের পুত্র উজ্জ্বল চন্দ (৪২) ও তার মা সন্ধ্যা রাণী চন্দ (৭৬)। আহতরা চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন। জানা গেছে, উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ডটি এ ইউনিয়নের দক্ষিণ প্রান্তে। শুক্রবার দিবাগত রাতে ৮-১০ জনের অস্ত্রধারী ডাকাতদল হানা দিয়ে দোকান, মন্দির ও ঘরে গণডাকাতি করে। এসময় সন্ধ্যা রাণী চন্দের কানের দুল না দেওয়ার জন্য চিৎকার করলে ছেলে ও মাকে মারধর করে রক্তাক্ত করে। ডাকাতদল বৃদ্ধার কানের দুল ও নগদ টাকাসহ মালামাল লুট করে নিয়ে যায়। হাইদগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার কৃষ্ণ কুমার চন্দ জানান, ডাকাতদল গভীর রাতে হানা দিয়ে তাদের এলাকার মন্দির, দোকান ও একজনের ঘরে ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতদল দুইজনকে মারধর করেন। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।

No comments found