পশ্চিমবঙ্গের বিধানসভা ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ ও শিশুদের যৌন নিপীড়নবিরোধী কেন্দ্রীয় আইনে সংশোধনী বিল ‘দ্য অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল ২০২৪’ সর্বসম্মতিক্রমে পাস করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ মঙ্গলবার পাস হওয়া এই বিলটি এখন রাজ্যপাল সিভি আনন্দ বোসের অনুমোদনের জন্য পাঠানো হবে। অনুমোদনের পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠানো হবে। রাষ্ট্রপতির অনুমোদন পেলে এটি আইনে পরিণত হবে।
বিলটি রাজ্যের আর জি কর হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় পাসের উদ্যোগ নেয়া হয়। বিলটি ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড বা আমৃত্যু কারাদণ্ডের বিধান রেখে পাস করা হয়েছে। এছাড়া ধর্ষণের শিকার হয়ে মৃত্যু বা কোমায় চলে যাওয়ার ঘটনায় ধর্ষকের জন্য মৃত্যুদণ্ড ও জরিমানার বিধান রাখা হয়েছে। দলবদ্ধ ধর্ষণের ক্ষেত্রে আমৃত্যু কারাদণ্ড বা মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। ১৬ বছরের কম বয়সী নারীকে ধর্ষণ করলে ন্যূনতম ২০ বছর কারাদণ্ড কিংবা আমৃত্যু সশ্রম কারাদণ্ড ও জরিমানা হবে। ১২ বছরের কম বয়সী কাউকে ধর্ষণ করলে ন্যূনতম ২০ বছর বা আমৃত্যু সশ্রম কারাদণ্ড ও জরিমানা বা মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে।
বিলটি পাসের পর রাজ্য বিজেপি এর স্বাগত জানিয়েছে। বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীও বিলটি পাসের প্রতি সমর্থন জানিয়েছেন। ৯ আগস্ট কলকাতার আর জি কর হাসপাতালের ঘটনায় প্রতিবাদের ঢেউ ছড়িয়ে পড়েছে। সিবিআই ওই ঘটনায় গ্রেপ্তার করেছে হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষসহ আরও তিনজনকে।
					
					
					
					
					
					
    
					
					
			
					
					
					
					
					
					
					
				
				
				
				कोई टिप्पणी नहीं मिली
							 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			