পশ্চিম সুন্দরবনে হরিণ শিকারের কাজে ব্যবহ্নত মালা ফাঁদ উদ্ধার
রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ পশ্চিম সুন্দরবন সাতক্ষীরারেঞ্জের আওতায় সুন্দরবনের ফুলখালী এলাকা থেকে বনবিভাগের সদস্যরা হরিণ শিকারের কাজে ব্যবহ্নত দুই শতাধিক মালা ফাঁদ উদ্ধার করেছে।
বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের বুড়িগোয়ালিনী ষ্টেশন সুত্রে প্রকাশ রোববার দিন ব্যাপী বনবিভাগ ও সিপিজি সদস্যদের অভিযানে সাতক্ষীরারেঞ্জের কলাগাছিয়া টহল ফাঁড়ির ফুলবাড়ীয়া এলাকা থেকে কলাগাছিয়া টহল ফাঁড়ির ফরেষ্টার তাইবুর রহমান,শাহিনুর রহমান সহ অন্যান্যরা ফাঁদ গুলি উদ্ধার করেন।
সাতক্ষীরারেঞ্জের ফরেষ্ট রেঞ্জার মোঃ ফজলুল হক বলেন বন্যপ্রাণি রক্ষায় ফুট পেট্রোলিং এর ব্যবস্থা করা হয়েছে। এই প্রক্রিয়ায় নিরিহ প্রাণি গুলোকে রক্ষা করা সহজ হবে।
ছবি- পশ্চিম সুন্দরবনে বনবিভাগের সদস্যকতৃক মালা ফাঁদ উদ্ধার।



















