close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

প্রথমবারের মতো লিওনেল মেসি খেলবেন সাবেক ক্লাবের বিপক্ষে..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
লিওনেল মেসি এখন পর্যন্ত ক্যারিয়ারে তার সাবেক ক্লাবের মুখোমুখি হয়নি। তবে আজ সেটা হতে চলেছে। সাবেক ক্লাব পিএসজির বিপক্ষে মাঠে নামবেন লিওনেল মেসি ও তার দল ইন্টার মায়ামি।..

ক্লাব বিশ্বকাপের রাউন্ড অফ ১৬ তে আজ মুখোমুখি পিএসজি বনাম ইন্টার মায়ামি। সবকিছু ছাপিয়ে মেসি বনাম পিএসজি এই কথাটাই হয়তোবা আসবে। সাবেক ক্লাব তার পাশাপাশি আবার তার সাবেক শিক্ষক। যার নেতৃত্বে মেসি জিতেছিল তার ক্যারিয়ারের চতুর্থ চ্যাম্পিয়নস লিগ ও দ্বিতীয় ট্রেবল। তাইতো সবাই মুখিয়ে আছে গুরু শিষ্যর দিকে। 

লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার পর দুই মৌসুম কাঁটান ফরাসি এই ক্লাব পিএসজিতে। মেসি কে প্রথমদিকে উচ্ছাসের কমতি ছিলো না ফরাসি ভক্তদের। মেসি কে ঘিরে যে স্বপ্ন বুনেছিল ফ্যানরা সেটা পূরণ করতে পারেননি মেসি। চ্যাম্পিয়নস লিগ জয়ের সেই স্বপ্ন পূর্ণতা না পাওয়ায়, সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হয়ে গেলেন ‘খলনায়ক’। এমনকি দুয়ো ধ্বনি শুনতে হয়েছে এই বিশ্বসেরা কে। 

লিওনেল মেসি প্রায় সবসময় একটি কথা ই বলেছে, প্যারিসে থাকাকালীন প্যারিসে আমি দুটি বছর মোটেই উপভোগ করিনি। মেসিকে ঘিরে তৈরি হওয়ার স্বপ্ন পূর্ণতা না পাওয়ায় পিএসজির হতাশাও যে কাটেনি, সেটা স্পষ্ট হয়েছে গত পরশু মায়ামির বিপক্ষে ম্যাচের আগে ফরাসি পত্রিকা লে’কিপের একটি শিরোনামে, ‘সবকিছু ক্ষমা করে দেওয়া হয়নি।’

এই শিরোনাম দেখার পর মেজাজ হারিয়েছেন মায়ামি কোচ হাভিয়ের মাচেরানো। তিনি স্পষ্ট ভাষায় বলেন, এটা পরিষ্কার যে সে যদি মেজাজ খারাপ নিয়ে খেলে, তাহলে আমাদের জন্য ভালো। কারণ, সে সেই ধরনের একজন খেলোয়াড়, যখন সে মাথার মধ্যে কিছু নিয়ে খেলে, বাড়তি চেষ্টা করে।’ 

মায়ামি কে ছোট করে দেখছেন না পিএসজি কোচ লুইস এনরিকে। মেসি - সুয়ারেজ - বুসকেতস কিংবা আলবা, তারা যেকোনো সময় জ্বলে উঠতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। তিনি বলেন, আমাদের কে মাঠে সেরাটা দিয়ে খেলে জিততে হবে। মেসির বিপক্ষে এই যুদ্ধ জয় করতে চান তিনি। ফুটবলপ্রেমীরা তাই আজ সাবেক গুরু-শিষ্যের জমজমাট এক লড়াই দেখার অপেক্ষাতেই আছেন

Nessun commento trovato