পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার


অন্তর্বর্তীকালীন সরকার পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে। রোববার সন্ধ্যায় পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মাসুদ বিন মোমেনের দুই বছরের চুক্তি চলতি বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল। চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের প্রজ্ঞাপন এখনও জারি হয়নি, তবে রাতের মধ্যেই তা সম্পন্ন হতে পারে বলে জানা গেছে।
نظری یافت نشد