পর্যটন নগরি শ্রীমঙ্গল কালীঘাট রোডের বেহাল দশা।

Luthfur Rahman Rana avatar   
Luthfur Rahman Rana
লুৎফর রহমান রানা মৌলভীবাজার জেলা প্রতিনিধি।

 ৪ জুন রোজ (বুধবার) সিলেট - মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট রোডের বেহাল দশা, কালীঘাট রোডে নিয়মিত যাতায়াত করে স্কুল কলেজ যাওয়া ছাত্রছাত্রীরা। বৃষ্টির সময় এই সড়কটি গভির গর্তে পরিনত হয়,এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা, কলেজ পড়ুয়া এক ছাত্র বলেন এই রাস্তাট বেহাল দশা প্রায় কয়েক বছর ধরে,বিগত আওয়ামী লীগ সরকার আমলে শ্রীমঙ্গল কালীঘাট রোডের সরকারি হাসপাতাল থেকে ফুলছড়া নামক স্থান পর্যন্ত রাস্তাটি মেরামত করা হলেও বাকি ৬-৭ কিলোমিটার ফুলছড়া থেকে হরিনছড়া পর্যন্ত রাস্তা খারাপ থেকে যায়,এ রাস্তার পাশেই রয়েছে ফিনলে চা কোম্পানির কালীঘাট হাসপাতাল এবং কালীঘাট সরকারী প্রাইমারি স্কুল- কর্তপক্ষের দৃষ্টি আর্কষণ করে কালীঘাট রোডের সিএনজি চালক মনা বলেন এই রাস্তায় সিএনজি অটো, ট্রাক পিকআপ সহ অনেক যানবাহন চলাচল করে থাকে,কিন্তু প্রায়ই এই সব মরন ফাঁদ গর্তে পড়ে ছোট কাটো দূর্ঘটনা হতেই থাকে,উল্লেখ্য যে রাস্তায় ফিনলে কোম্পানির আওতায় ছিল অনেক দিন, তারপর এটি সরকারি আওতায় এনে তার মেরামত করা হয়ে ছিল বিগত সরকারের আমলে। কালীঘাট, ফুসকুড়ি, খেজুরীছড়া,টিপরাছড়া, যাতায়াতের একমাত্র রাস্তা এটি, সরকারের হস্তক্ষেপ কামনা করেন চা বাগানের বাসিন্দারা। তারা বলেন সরকার নতুন বাংলাদেশ গড়ার জন্য আশা করি আমাদের দিকেও নজর দিবে আমরাও নতুন বাংলাদেশ গড়তে সরকারের পাশে থাকতে চাই, সকলে মিলেমিশে সুন্দর একটি দেশ তৈরি করতে এ সংস্কার গুলো করা অতি জরুরি।

Geen reacties gevonden