close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

পরিকল্পিত অগ্নিকাণ্ড! অল্পের জন্য প্রাণে বাঁচলেন কাফির ও তার পরিবার

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় পরিকল্পিত অগ্নিকাণ্ডের শিকার হয়েছেন সোশ্যাল মিডিয়ায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি ও তার পরিবার। অগ্নিকাণ্ডে
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় পরিকল্পিত অগ্নিকাণ্ডের শিকার হয়েছেন সোশ্যাল মিডিয়ায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি ও তার পরিবার। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে তার বসতবাড়ি। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তার মা-বাবাসহ পরিবারের ছয় সদস্য। পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে! এই অগ্নিকাণ্ডকে উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে কাফি বলেন, “এটি নিছক দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত হামলা। আমাদের হত্যা করতেই এই ঘটনা ঘটানো হয়েছে।” স্থানীয়রা জানান, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) গভীর রাতে কলাপাড়ায় কাফির বাড়িতে আগুন লাগে। প্রতিবেশী ওয়ালি উল্লাহ ইমরান জানান, আগুন লাগার পর তারা ফায়ার সার্ভিসে খবর দেন এবং নিজেরাও আগুন নেভানোর চেষ্টা করেন। তিনি বলেন, "ঘরের জানালার বাইরে থেকে ছিটকিনি লাগানো ছিল, তাই সবাই আটকা পড়েছিল। অল্পের জন্য প্রাণে বেঁচেছে তারা।" বাবা-মায়ের হৃদয়বিদারক বক্তব্য কাফির বাবা মাওলানা এবিএম হাবিবুর রহমান বলেন, "আমাদের পুড়িয়ে মারার জন্যই বাইরে থেকে দরজা আটকে আগুন লাগানো হয়েছে। কোনোমতে দরজা ভেঙে বের হতে পেরেছি।" তিনি আরও জানান, এই ঘটনায় নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক অভিযান কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইলিয়াস হোসাইন জানান, “রাত ২টার দিকে আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। আগুন তখন সিলিং পর্যন্ত ছড়িয়ে পড়েছিল, তবে আমরা সময়মতো নিয়ন্ত্রণে আনতে পেরেছি।” দোষীদের শাস্তির দাবি বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে কাফি তার পোড়াবাড়িতে সাংবাদিকদের ডেকে ঘটনার বিস্তারিত তুলে ধরবেন বলে জানিয়েছেন। তিনি এই হামলার বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। ঘটনার পেছনে কারা? কে বা কারা এই পরিকল্পিত হামলার সাথে জড়িত? নাকি এটি কোনো ব্যক্তিগত শত্রুতার ফল? বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের আপডেটে!
Inga kommentarer hittades