close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে ইউকেএম..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
Malaysia’s Universiti Kebangsaan Malaysia (UKM) will award an honorary doctorate to Chief Adviser Dr. Muhammad Yunus on August 13. During his visit, he will deliver a keynote speech to students and me..

মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া (ইউকেএম) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে ১৩ আগস্ট। সফরে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বক্তৃতা দেবেন ও প্রদেশ শাসকের সঙ্গে সাক্ষাৎ করবেন।

বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও নোবেল শান্তি পুরস্কারজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করছে মালয়েশিয়ার অন্যতম শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া (ইউকেএম)। আগামী ১৩ আগস্ট বুধবার রাজধানী কুয়ালালামপুরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য এক বিশেষ অনুষ্ঠানে এই ডিগ্রি তাঁকে প্রদান করা হবে।

রবিবার (১০ আগস্ট) ঢাকায় এক সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক শাহ আসিফ রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ড. মুহাম্মদ ইউনূস এই সম্মান গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অতিথিদের উদ্দেশে একটি স্মারক বক্তৃতা দেবেন, যেখানে তিনি উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, সামাজিক ব্যবসা এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নের ওপর নিজের অভিজ্ঞতা তুলে ধরবেন।

এছাড়া সফরের তৃতীয় দিনে, অর্থাৎ ১৩ আগস্ট, অধ্যাপক ইউনূস ইউকেএম-এর চ্যান্সেলর ও নেগেরি সেম্বিলান প্রদেশের শাসক তুয়াংকু মুহরিজ ইবনি আলমারহুম তুয়াংকু মুনাওয়িরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। আলোচনায় দুই দেশের শিক্ষা, গবেষণা ও সামাজিক উন্নয়ন নিয়ে মতবিনিময় হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখযোগ্য যে, ড. মুহাম্মদ ইউনূস সোমবার দুপুরে তিন দিনের সরকারি সফরে ঢাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হন। এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ড. ইউনূস এর আগে বিশ্বব্যাপী বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান থেকে অসংখ্য সম্মাননা ও পুরস্কার পেয়েছেন। দারিদ্র্য বিমোচন, ক্ষুদ্রঋণ কর্মসূচি এবং সামাজিক ব্যবসায় তাঁর অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ইতোমধ্যেই বিশ্বে অনন্য মর্যাদা অর্জন করেছেন। মালয়েশিয়ার ইউকেএম থেকে প্রাপ্ত এই সম্মানসূচক ডিগ্রি তাঁর আন্তর্জাতিক স্বীকৃতির তালিকায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন হবে।

বিশ্লেষকরা মনে করছেন, এই সফর শুধু ব্যক্তিগত সম্মাননা গ্রহণেই সীমাবদ্ধ থাকবে না; বরং বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শিক্ষাগত, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে।

Không có bình luận nào được tìm thấy