প্রচন্ড গরমে স্বস্তির ছোঁয়া গাজীপুরেমেঘের গর্জন, বাতাসের ঝাপটা, ঠান্ডা বৃষ্টির ফোঁটা সব মিলিয়ে এক অপার সৌন্দর্যের সৃষ্টি। বৃষ্টি কেবল প্রকৃতিকে ধুয়ে-মুছে সতেজ করে তোলে না, বরং আমাদের মনকেও ভরে দেয় এক অনির্বচনীয় প্রশান্তিতে, ঈদের আমেজ কাটিয়ে উঠতে উঠতে প্রচন্ড গরমে অতিষ্ঠ কলকারখানার শহর গাজীপুর সিটি সহ দেশের সকল মানুষ, ঠিক তখনি আল্লাহর অশেষ রহমতের দ্বারা বর্ষিত বৃষ্টির দ্বারা মানুষের মন প্রাণ ও রাস্তা ঘাট সহ ফসলের মাঠ এতে ফসলের ফলন ভালো হবে বলে ধারণা করা হচ্ছে এ ছাড়াও আবহাওয়া শিথিল থাকার কারণে কর্মে মনোনিবেশ হবে গার্মেন্টস শ্রমিকসহ সকল শ্রেণী পেশার মানুষমেঘের গর্জন, বাতাসের ঝাপটা, ঠান্ডা বৃষ্টির ফোঁটা সব মিলিয়ে এক অপার সৌন্দর্যের সৃষ্টি। বৃষ্টি কেবল প্রকৃতিকে ধুয়ে-মুছে সতেজ করে তোলে না, বরং আমাদের মনকেও ভরে দেয় এক অনির্বচনীয় প্রশান্তিতে, ঈদের আমেজ কাটিয়ে উঠতে উঠতে প্রচন্ড গরমে অতিষ্ঠ কলকারখানার শহর গাজীপুর সিটি সহ দেশের সকল মানুষ, ঠিক তখনি আল্লাহর অশেষ রহমতের দ্বারা বর্ষিত বৃষ্টির দ্বারা মানুষের মন প্রাণ ও রাস্তা ঘাট সহ ফসলের মাঠ এতে ফসলের ফলন ভালো হবে বলে ধারণা করা হচ্ছে এ ছাড়াও আবহাওয়া শিথিল থাকার কারণে কর্মে মনোনিবেশ হবে গার্মেন্টস শ্রমিকসহ সকল শ্রেণী পেশার মানুষ।
close
লাইক দিন পয়েন্ট জিতুন!
গাজীপুর জেলা প্রতিনিধি।
রোজ: বৃহস্পতিবার।
তারিখ:১০/০৪/২৫
সময়:৬:০০..

mdzasimuddin
5 месяцы тому назад
সকলকে সাবস্ক্রাইবার জন্য অনুরোধ জানাচ্ছি অনুরোধ জানাচ্ছি
0
0
Ответить
Показать больше