প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার মহোদয়কে প্রধান অতিথি করে মান্যবর বিভাগীয় কমিশনার জনাব মো: মোখতার আহমেদ স্যারের সভাপতিত্বে আজ ২২শে মার্চ ২০২৫ তারিখে তারেক স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ময়মনসিংহ জেলার বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিশেষ অতিথির ভাষণ রাখেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মুফিদুল আলম। জেলা প্রশাসক বলেন, অন্যান্য দিক নির্দেশনার পাশাপাশি তিনি মনে করিয়ে দেন যে প্রাথমিকের একজন কোমলমতি শিশু তার বাবা-মায়ের পর সবচেয়ে নিরাপদ থাকার কথা তার শিক্ষকের কাছে। তাই যথাযথ দায়িত্ব পালনে শিক্ষকদের আন্তরিক হওয়ার অনুরোধ জানান তিনি।
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ময়মনসিংহ জেলার বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা..
Keine Kommentare gefunden



















