close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য পরিমার্জিত বই পাওয়া যাবে অনলাইনে, জানুয়ারি থেকেই শুরু!
আজ থেকে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৪৪১টি পরিমার্জিত পাঠ্যবই পাওয়া যাবে এনসিটিবির (জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড) ওয়েবসাইটে। এই খবর বুধবার (১ জানুয়ারি) ঢাকায় এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন এনসিটিবির চেয়ারম্যান এ কে এম রিয়াজুল হাসান।
তিনি জানান, ৫ জানুয়ারির মধ্যে প্রাথমিকের বাকি বই এবং মাধ্যমিকের ৮টি বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে। ১০ জানুয়ারির মধ্যে মাধ্যমিকের দশম শ্রেণির সব বই এবং ২০ জানুয়ারির মধ্যে সব শ্রেণির বই বিতরণ করা হবে।
এ বছর ৪১ কোটি বই ছাপানোর পরিকল্পনা থাকলেও ইতোমধ্যে ৬ কোটি বই বিতরণ করা হয়েছে এবং আরও ৪ কোটি বই বিতরণের প্রস্তুতি চলছে। এনসিটিবি চেয়ারম্যান বলেন, পূর্ববর্তী বছরগুলোতে বই উৎসব আয়োজনের নামে অর্থের অপচয় হয়েছে, আর তাই এ বছর সময়মতো বই বিতরণে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
এদিকে, বছরের প্রথম দিন থেকেই সারা দেশে শিক্ষার্থীরা স্কুলে উপস্থিত হয়ে নতুন বছরের পাঠ্যসূচি শুরু করেছে। ঢাকার আজিমপুর গার্লস স্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা উৎসাহিতভাবে তাদের পাঠ্যক্রম শুরু করেছে।
কোন মন্তব্য পাওয়া যায়নি



















